শিব‌ই একমাত্র অদ্বিতীয় পরমেশ্বর


সোঽব্রবীদ ভগবান্ রুদ্রো হ্যহমেকঃ পুরাতনঃ ।

আসং প্রথমমেবাহং বর্তামি চ সুরোত্তমাঃ ॥ ১৫

ভবিষ্যামি চ মত্তোঽন্যো ব্যতিরিক্তো ন কশ্চন ।

অহমেব জগৎ সর্বং তর্পয়ামি স্বতেজসা ॥১৬

মত্তোঽধিকঃ সমো নাস্তি মাং যো বেদ স মুচ্যতে । ১৭-১/২


[তথ্যসূত্র - শিবমহাপুরাণ/বায়বীয়সংহিতা/উত্তরখণ্ড]


✅সরলার্থ - পরমেশ্বর শিব বললেন, হে দেবগণ! সবার আগে আমিই ছিলাম । এখনও সর্বত্র আমিই বিরাজমান ও ভবিষ্যতেও আমিই থাকবো । আমি ছাড়া অন্য কেউ নয় । আমিই নিজ তেজে সম্পূর্ণ জগৎকে তৃপ্ত করি । আমার থেকে বেশি বা আমার সমান কেউ নেই । যে আমাকে জানে সে মুক্ত হয়ে যায় ।


🔥সিদ্ধান্ত - প্রভু শিব স্বয়ং স্বীকার করেছেন তিনিই অদ্বিতীয় পুরাতন ব্রহ্ম।এই এক‌ই বানী বেদের অথর্ব-শির উপনিষদে পরমেশ্বর শিব বলেছেন । সুতরাং, এটি বেদসম্মত।


🚩কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত