শ্রীবিষ্ণু যোগনিদ্রায় কার ধ্যান করেন ?

 


ব্রহ্মাবিষ্ণুসুরেশানাং স্রষ্টা চ প্ৰভুরেব চ ।

 ব্রহ্মাদয়ঃ পিশাচান্তা যং হি দেবা উপাসতে ॥ ৪ প্রকৃতীনাং পরত্বেন পুরুষেস্য চ যঃ পরঃ ।

চিন্ত্যতে যো যোগবিদ্ভির্ঋষিভিস্তত্বদর্শিভিঃ ।

অক্ষরং পরমং ব্রহ্ম অসচ্চ সদসচ্চ যঃ ॥ ৫

কো হি শক্তো ভবং জ্ঞাতুং মদ্বিধঃ পরমেশ্বরম্ ।

ঋতে নারায়ণাৎ পুত্র ! শঙ্খচক্রগদাধরাৎ ॥ ৮ 

এষ বিদ্বান্ গুণশ্রেষ্ঠো বিষ্ণুঃ পরমদুৰ্জ্জয়ঃ । দিব্যচক্ষূর্মহাতেজা বীক্ষতে যোগচক্ষূষা ॥ ৯ ॥ রুদ্রভক্ত্যা তু কৃষ্ণেন জগদ্ব্যাপ্তং মহাত্মনা । ...... ॥ ১০ 

[তথ্যসূত্র - মহাভারতম্/অনুশাসন পর্ব/১৩ নং অধ্যায়]


সরলার্থ - ভীষ্ম বললেন- যিনি ব্রহ্মা, বিষ্ণু এবং ইন্দ্রেরও সৃষ্টিকর্তা প্রভু, যাকে ব্রহ্মা থেকে পিশাচগণ পর্যন্ত আরাধনা করেন, যিনি পুরুষ-প্রকৃতির থেকেও শ্রেষ্ঠ, যিনি অক্ষর-পরমব্রহ্ম এবং সদ্ অসদেরও উপরে তিনিই মহাদেব । শঙ্খ-চক্র-গদা-পদ্মধারী মহাতেজা দিব্যচক্ষু নারায়ণ তাঁর ধ্যান নেত্রে সেই পরমেশ্বর মহাদেবকেই দর্শন করে থাকেন। তিনি ভিন্ন আমার মতো কোন লোক সেই পরমেশ্বরকে জানতে সমর্থ হবে? কৃষ্ণ ও নিজের ভক্তি দ্বারা সেই পরমেশ্বর রুদ্রকে প্রসন্ন করে জগদ্ব্যাপ্ত হতে পেরেছিলেন।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত