একাক্ষর পরমব্রহ্ম ওঙ্কার ই সাক্ষাৎ সদাশিবের বাচক -

 


মহেশ্বর উবাচ্

" অকারঞ্চ উকারঞ্চমকারং বিন্দুনাদকে | 

যোগেন প্রণবং জ্ঞেয়ং পঞ্চদেবাত্মকং পরম্ || ৫৩১ ||

 অকারঃ সদ্যবস্যাদুকারো বামবক্ত্রকম্ || ৫৩৩ ||

মকারোঘোরবক্ত্রং স্যাৎ বিন্দুস্তৎ পুরুষাননম্ | 

নাদস্ত্বীশানবক্ত্রং স্যান্নাদাতীতোনটেশ্বরঃ || ৫৩৪ || " 

রেফারেন্স - মকুট তন্ত্ৰ ( সিদ্ধান্ত শৈবাগম ) / ক্রিয়াপাদ / দ্বিতীয় পটল 

অর্থ-  মহেশ্বর বললেন, একাক্ষর স্বরূপ ॐ- কার আসলেই পঞ্চমাত্রায় বিভক্ত - কার , কার , কার , বিন্দুনাদ । (পাঁচটি ব্যক্ত মাত্রা , তাছাড়া অব্যক্ত মাত্রাও রয়েছে , যেগুলি গুরুগম্য ) এই পঞ্চদেবাত্মক প্রণব যোগ দ্বারাই জ্ঞেয় । অকার সাক্ষাৎ সদ্যোজাত বক্ত্র , উকার সাক্ষাৎ বামদেব , মকার অঘোর স্বরূপ , বিন্দু তৎপুরুষ স্বরূপ এবং নাদ সাক্ষাৎ ঈশান বক্ত্র । আর এই নাদেরও অতীত যিনি , তিনি নটেশ্বর নটরাজ।

©RohitKumarChoudhury. ISSGT. 2022. ARR 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত