ভস্ম দ্বারা অমঙ্গল থেকে রক্ষা পাওয়া যায়

 



তদাপ্রভৃতি লোকেষু রক্ষার্থমশুভেষু চ ।

ভস্মনা ক্রিয়তে রক্ষা সূতিকানাং গৃহেষু চ ॥ ৯॥


(তথ্যসংগ্ৰহ - লিঙ্গমহাপুরাণ/পূর্বভাগ/ ৩৪ নং অধ্যায়) 


☘️সরলার্থ - 

ভস্ম সকল অমঙ্গল থেকে লোকের(সৃষ্টির) রক্ষা করেন, তথা এই ভস্ম দ্বারাই সূতিকাগৃহের(সন্তান ভূমিষ্ট হ‌ওয়ার ঘর) রক্ষা করা হয়।


☘️সিদ্ধান্ত - 

শিব মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত ভস্ম সকল অমঙ্গল ও অশুভ দোষ থেকে আমাদের রক্ষা করেন, তাই সর্বদা ভস্মের ত্রিপুণ্ড্র ধারণ করা উচিত।

© Namitaroy (issgt)


🚩কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত