দেবতা, অসুর ও মনুষ্য সকলেই হলেন পরমেশ্বর শিবের পশু

 


তস্মাদ্বৈ পশবঃ সর্বে দেবাসুরনরাঃ প্রভোঃ ॥৪২॥

রুদ্রঃ পশুপতিশ্চৈব পশুপাশবিমোচকঃ ॥৪৩॥

(তথ্যসূত্র - লিঙ্গমহাপুরাণ/ পূর্বভাগ,  অধ্যায় নং- ৭২)


☘️সরলার্থ - 

সমস্ত দেবতা, অসুর তথা মনুষ্য হলেন পরমেশ্বর শিবের পশু। রুদ্রদেব হলেন পশুপতী এবং‌ পশুপাশ থেকে মুক্তি প্রদানকারী।


☘️সিদ্ধান্ত -

সকল দেবতা, অসূর ও মনুষ্য হলেন পশু এবং এই পশুদের পাশ মুক্ত করেন পশুপতী( পশুদের অধিপতী) রুদ্রদেব।

© Namitaroy (issgt)


🚩কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত