পোস্টগুলি

নভেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সাম্বশিবের বন্দনা মন্ত্র (শিবমহাপুরাণোক্ত)

ছবি
  যৎপাদপদ্মস্মরণাদ্যস্য নামজপাদপি । ন্যূনং কর্ম ভবেৎপূর্ণং তং বন্দে সাম্বমীশ্বরম্ ॥৬৪॥ [তথ্যসূত্র - শিবমহাপুরাণ/কৈলাসসংহিতা/১২নং অধ্যায়] 🍀সরলার্থ -  যাহাদের চরণকমলের স্মরণে তথা যাহাদের নাম জপে ন্যূনতম কর্ম‌ও(ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কর্ম) সফল হয়ে যায়, সেই সাম্বশিবকে আমি বন্দনা করি। লেখনীতে - © Namitaroy (issgt) 🚩 কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

জীবের উদ্ধার হেতু 'গুরু' রূপ ধারণ করেন শিব

ছবি
  মহাদেব উবাচ  অহং দুঃখোদধৌ মগ্না উদ্ধরিষ্যামি চ প্রজাঃ । সম্যগ্ জ্ঞানপ্রদানেন গুরুমূর্তিপরিগ্রহঃ ॥৬৩ [তথ্যসূত্র : শিবমহাপুরাণ/রুদ্রসংহিতা/সৃষ্টিখণ্ড/অধ্যায় নং ১৫] 🌷 সরলার্থ - আমি গুরুমূর্তি ধারণ করে শিবজ্ঞান প্রদান করে দুঃখসাগররূপী সংসারে ডুবে থাকা সেই জীবেদের উদ্ধার করবো সর্বদা ॥৬৩ 🔥 সিদ্ধান্ত  -  পরমেশ্বর শিব নটরাজরূপ ধারণ করেছেন, শরভেশ্বর রূপ ধারণ করেছেন, তেমন‌ই তিনি সকল অজ্ঞানী জীবেদের এই জন্মমৃত্যুর চক্র থেকে উদ্ধার করার জন্য 'গুরু' নামক একটি রূপ ধারণ করেন, যার অপর নাম দক্ষিণামূর্তি, এই রূপে তিনি তার ভক্তদের পরম শিবজ্ঞান প্রদান করে তাদের উদ্ধার করেন । তাই জগতের সকল শিবজ্ঞানী গুরুকে শিবস্বরূপ বলা হয়, গুরু নামটিই শিবের, যেমন মহাদেব তার একটি নাম। ✍️লেখনীতে - শ্রীনন্দীনাথ শৈবজী 🚩প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 

শ্রী স্কন্দের ধ্যান মন্ত্র

ছবি
  উদ্যদাদিত্যসংকাশং মযূরবরবাহন্ ॥২০॥ চতুর্ভুজমুদারাঙ্গং মুকুটাদিবিভূষিতম্ । বরদাভযহস্তং চ শক্তিকুক্কুটধাধারিণম্ ॥২১॥ [তথ্যসূত্র - শিবমহাপুরাণ/কৈলাসসংহিতা/১৭নং অধ্যায়] 🍀সরলার্থ -  যিনি উদীয়মান সূর্যের সমান তেজস্বী তথা শ্রেষ্ঠ ময়ূরের আসনে স্থিত। যিনি চার ভূজা যুক্ত, পরম কৃপালু, মুকুট আদি আভুষণ দ্বারা সুশোভিত এবং তার চার হস্তে বরমূদ্রা, অভয়মূদ্রা, শক্তি ও কুক্কুট ধারণ করে থাকেন। © Namitaroy (issgt) 🚩 কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

ভগবান কার্তিকেয় -এর জন্ম তিথি কবে ?

ছবি
  মার্গমাসে সিতে পক্ষে তিথৌ ষষ্ঠ্যাং মুনীশ্বর । প্রাদুর্ভাবোঽ ভবত্তস্য শিবপুত্রস্য ভূতলে ॥ ৬৮ [তথ্যসূত্র : শিবমহাপুরাণ/রুদ্রসংহিতা/কুমারখণ্ড/অধ্যায় নং ২] 🌷সরলার্থ - হে মুনিশ্বর ! অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পরমেশ্বর শিবের পুত্র কার্তিকেয়র প্রাদুর্ভাব ঘটে পৃথিবীতে ॥৬৮  🔥 সিদ্ধান্ত : ভগবান কার্তিকের পূজা এই তিথিতেই হয়, কার্তিক মাসের ৩০ তারিখ কার্তিকের জন্ম নয় ।শাস্ত্র মতে, উপরোক্ত তিথিই কার্তিকপূজার ও কার্তিকের জন্মের সময় । দেবতার পূজা সর্বদা তিথি অনুযায়ী হয়, মাস অনুযায়ী নয়, তাই শাস্ত্র অনুযায়ী তিথি মেনে পূজাপাঠ করুন । লেখনীতে - শ্রীনন্দীনাথ শৈব প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 

রুদ্রাক্ষ ও ত্রিপুণ্ড্রহীন ব্যক্তির এই জন্ম ব্যর্থ

ছবি
  যস্যাঙ্গে নৈব রুদ্রাক্ষ একোঽপি বহুপুণ্যদঃ । তস্য জন্ম নিরর্থং স্যাৎত্রিপুণ্ড্ররহিতো যদি ॥৮২॥ [তথ্যসূত্র - শিবমহাপুরাণ/ বিদ্যেশ্বরসংহিতা/২৪ নং অধ্যায়] 🍀সরলার্থ -   যে ব্যক্তির দেহে পুণ্য প্রদানকারী একটি মাত্র‌ও রুদ্রাক্ষ নেই এবং যে ত্রিপুণ্ড্র রহিত তার এই জন্ম ব্যর্থ। © Namitaroy (issgt) 🚩 কপিরাইট ও প্রচারে-  International shiva shakti gyan tirtha-ISSGT

শৈব কাকে বলে?

ছবি
  শিবাশ্রিতা হি তে শৈবা জ্ঞানযজ্ঞরতা নরাঃ ॥৯॥ [তথ্যসূত্র - শিবমহাপুরাণ/বায়বীয় সংহিতা/উত্তরখণ্ড/২৯ নং অধ্যায়] 🍀  সরলার্থ -  যে মনুষ্য একমাত্র পরমেশ্বর শিবের মার্গে আশ্রিত হয়ে জ্ঞানযজ্ঞে স্থিত হন, তিনি ‘ শৈব ’ বলে কথিত হন ॥৯ 🔥  সিদ্ধান্ত -  সর্বোচ্চ সত্ত্বা শিব‌ই পরমব্রহ্ম বলে অটুট বিশ্বাসের সাথে  শৈবমার্গে যে ব্যক্তি পদার্পন করে সর্বত্র শিবকে অনুভব করেন,  ব্রহ্মা-হরি ও অন্য দেবতার মধ্যেও পরমসত্ত্বা শিবকে‌ই দর্শন করেন,  শিব ভিন্ন দ্বিতীয় কিছু‌ই নেই বলে জ্ঞাত যিনি,  এমন শিবজ্ঞান সম্পন্ন শিবমার্গী সেই ব্যক্তিই শৈব । © Namitaroy (issgt) 🚩 কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

শিবভক্তরা সকলেই শিবস্বরূপ

ছবি
  শিবস্বরূপমন্ত্রস্য ধারণাচ্ছিব এব হি । শিবভক্তশরীরে হি শিবে তৎপরমো ভবেত্ ॥১৩২॥ (তথ্যসূত্র - শিবমহাপুরাণ/বিদ্যেশ্বরসংহিতা/১৭ নং অধ্যায়) 🍀সরলার্থ -  শিবস্বরূপ মন্ত্র ধারণ করে শিবভক্তের(শৈবের) শরীর শিবস্বরূপ হয়ে যায়‌। অত‌এব তার সেবায় তৎপর থাকা উচিত। সিদ্ধান্ত - শিবভক্ত পুরুষেরা সকলেই শিবস্বরূপ ও নারীরা দেবী পার্বতী স্বরূপ, শৈব অদ্বৈত দর্শনে শিব আর পার্বতী আলাদা নয় এক‌ই তাই শৈব পুরুষ ও নারী সকলেই শিবস্বরূপ। © Namitaroy (issgt) 🚩কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

শৈবরা শিবাশ্রমী বলে গণ্য

ছবি
  ভস্ম বৈ শিবমন্ত্রেণ ধৃত্বা হ্যুচ্চাশ্রমী ভবেৎ । শিবাশ্রমীতি সম্প্রোক্তঃ শিবৈকপরমো যতঃ ॥৮২॥ (তথ্যসূত্র - শিব মহাপুরাণ/বিদ্যেশ্বরসংহিতা/১৮ নং অধ্যায়) 🍀 সরলার্থ -  যে প্রাণী শিবমন্ত্র দ্বারা ভস্ম ধারণ করেন সে সকল আশ্রমের( ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ তথা সন্ন্যাস) মধ্যে শ্রেষ্ঠ। তাকে শিবাশ্রমী(অতিবর্ণাশ্রমী) বলা হয়, কারণ সে একমাত্র শিবকেই পরমশ্রেষ্ঠ বলে জ্ঞাত হন। 🍀সিদ্ধান্ত - যেহেতু শৈবরাই পরমেশ্বর শিবকে সর্বোচ্চ সত্ত্বা বলে স্বীকার করেন, ভস্ম ধারণ পূর্বক পাশুপত ব্রত করেন তাই একমাত্র শৈবরাই শিবাশ্রমী(অতিবর্ণাশ্রমী)। © Namitaroy (issgt) 🚩কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

শিবভক্ত নারীরা সকলেই দেবী পার্বতী স্বরূপা

ছবি
  দেবীলিঙ্গং ভবেদ্ রূপং শিবভক্তস্ত্রিযাস্তথা ॥১৩৪॥ যাবন্মন্ত্রং জপেদ্দেব্যাস্তাবৎসান্নিধ্যযমস্তি হি ॥১৩৫॥ (তথসংগ্ৰহ - শিবমহাপুরাণ/বিদ্যেশ্বরসংহিতা/ ১৭ নং অধ্যায়) 🍀সরলার্থ - যে নারী শিবভক্ত, তিনি দেবী পার্বতীর‌ই স্বরূপ বলে জানা উচিত। তিনি যতো মন্ত্র(শিবমন্ত্র) জাপ করতে থাকেন ততোই দেবীর সান্নিধ্য(কৃপাভাগী) প্রাপ্ত হতে থাকে। © Namitaroy (issgt) 🚩কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

যার ব্যবহার যেমন তার সাথে তেমন ব্যবহার করবে - শিবমহাপুরাণের শিক্ষা

ছবি
  কৃতে চৈবাত্র কর্তব্যমিতি নীতির্গরীয়সী । ৫৯ [তথ্যসূত্র : শিবমহাপুরাণ/রুদ্র সংহিতা/কুমারখণ্ড/অধ্যায় ১৪] ☘️সরলার্থ - যে যেমন ব্যবহার করে তার সাথে তেমন‌ই ব্যবহার করা উচিত - এই নীতিই সর্বশ্রেষ্ঠ ।৫৯ 🔥 সিদ্ধান্ত : পরমেশ্বর শিবের আদেশ হল, যে ব্যক্তি তোমার সাথে যেমন ব্যবহার করবে, তুমিও তার সাথে এক‌ইরকম ব্যবহার করবে । কেউ তোমার সাথে ভালো ব্যবহার করলে তুমিও ভালো ব্যবহার করবে, যদি কেউ খারাপ ব্যবহার করে তবে তুমিও তার সাথে এক‌ই ব্যবহার করবে ।

শৈব অনুষ্ঠানের বিশেষ তিথি সমূহের সময়সূচি

শৈব সংস্কৃতির ব্রতপূজা তথা বিশেষ অনুষ্ঠানের তিথির সময়সীমা তুলে ধরা হল ISSGT এর পক্ষ থেকে। সময় সংগ্রহে - শ্রী শুভঙ্কর ঘোষাল শৈবজী, বিশেষ সহায়তায় - শ্রীমতি রনিতা ঘোষ দেবীজী, সম্পাদনায় - শ্রীনন্দীনাথ শৈব জী তৃতীয়া - দেবী পার্বতীর গৌরী তৃতীয়া ব্রত  চতুর্থী - শ্রীগণেশের বিনায়ক চতুর্থী ব্রত  ষষ্ঠী - শ্রীকার্তিকেয়ের স্কন্দষষ্ঠী ব্রত  অষ্টমী - কালভৈরবজীর কালাষ্টমী ব্রত ও শিবের অষ্টমূর্তির পূজা  চৈত্র নবমী - মাতা পার্বতীর জন্মোৎসব পালন একাদশী - একাদশ রুদ্রের ব্রত  ত্রয়োদশী - উমা মহেশ্বরের প্রদোষ ব্রত  চতুর্দশী - মাসিক শিবরাত্রি ব্রত  পূর্ণিমা - শিব দীপাবলি (ত্রিপুরোৎসব ত্রিপুরপূর্ণিমা)  🔥তৃ তীয়া (শুক্লপক্ষ) 🔥 ৮ই অগ্রহায়ণ( ২৫শে নভেম্বর) = 12:58 AM (Friday) to ৯ই অগ্রহায়ণ( ২৬ শে নভেম্বর)= 10: 45 PM( Saturday)  ৯ই পৌষ (২৫শে ডিসেম্বর) = 11 AM (Sunday) to ১০ই পৌষ ( ২৬ শে ডিসেম্বর) = 9:23 AM ( Monday)  ৮ই মাঘ (২৩ শে জানুয়ারি)= 10:30 PM (Monday) to ৯ই মাঘ (২৪ শে জানুয়ারি)= 8:19 PM ( Tuesday) ৯ই ফাল্গুন (২২শে ফেব্রুয়ারি)=9:17 AM ( Wednesday) to ১০ই ফাল্গুন (২৩শে ফেব্রুয়ারি)= 7:35 AM (Thursd

পরমেশ্বর শিবের কৃপায় জ্ঞান ও মুক্তি প্রাপ্তি হয়।

ছবি
  প্রসাদাজ্জাযতে জ্ঞানং জ্ঞানাদ্ যোগঃ প্রবর্ততে । যোগেন জাযতে মুক্তিঃ প্রসাদাদখিলং ততঃ ॥৪॥ (তথ্যসূত্র - লিঙ্গমহাপুরাণ/ পূর্বভাগ/ ৭ নং অধ্যায়) ☘️সরলার্থ -  ভগবান শিবের অনুকম্পায় জ্ঞান উৎপন্ন হয়। জ্ঞান থেকে যোগে প্রবৃত্তি হয় এবং যোগ দ্বারা মুক্তি প্রাপ্তি হয়। এইপ্রকারে পরমেশ্বর শিবের কৃপায় সবকিছুই সিদ্ধ হয়।  ☘️সিদ্ধান্ত -   পরমেশ্বর শিবের কৃপায় সিদ্ধি লাভ হয়। © Namitaroy (issgt) 🚩 কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

বৈকুণ্ঠ চতুর্দশী পূজা বিধি (স্কন্দমহাপুরাণোক্ত)

ছবি
  বাংলাতে এই সর্বপ্রথম   ISSGT  (International Shiva Shakti Gyan Tirtha)  – এর পক্ষ থেকে শৈবমতানুসারে স্কন্দমহাপুরাণ থেকে বৈকুণ্ঠ চতুর্দশী পূজার সরল বিধি প্রকাশিত হল। কার্তিকমাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথির শেষ রাতে ব্রহ্মমুহুর্তে এই পূজা করা হয়। এখানে সর্বসাধারণের জন্য সহজ সরল অর্চনা বিধি প্রকাশ করা হয়েছে। এই পূজা বিধি লেখনী ও সংগ্রহ করেছেন শ্রী কৌশিক রায় শৈবজীর । পরমশৈব শ্রীবিষ্ণু সহ প্রভু পরমেশ্বর শিবের আরাধনা করা হয় এই তিথিতে ।   বৈকুণ্ঠ চতুর্দশী তিথির বিশেষ মাহাত্ম্য   এই তিথিতে শ্রীবিষ্ণু পরমেশ্বর শিবের আরাধনা করে সুদর্শন চক্র বরদান হিসেবে পেয়েছিলেন । স্কন্দমহাপুরাণে বর্ণিত এই কার্তিকমাসের শুক্লা চতুর্দশী তিথির ভোর সকালে ব্রহ্মমুহুর্তে ভগবান শ্রীবিষ্ণু বৈকুণ্ঠ লোক থেকে মর্তে নেমে এসে বারাণসী কাশীর মণিকর্ণিকা ঘাটে স্নানাদি সেরে প্রথমে কাশীবিশ্বনাথের বিশ্বেশ্বর শিবলিঙ্গের পূজা করেন, তারপর মর্ত্য থেকে সহস্র সংখ্যক পদ্মফুল একত্রিত করে বৈকুণ্ঠলোকে গিয়ে পরমেশ্বর শিবের সহস্র নাম উল্লেখ করে সহস্র অর্থাৎ একহাজার টি পদ্মফুল দিয়ে পরমেশ্বর শিবের আরাধনা করেন । পরমেশ্বর মহাদেব লীলাবশত প

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত