যার ব্যবহার যেমন তার সাথে তেমন ব্যবহার করবে - শিবমহাপুরাণের শিক্ষা

 



কৃতে চৈবাত্র কর্তব্যমিতি নীতির্গরীয়সী । ৫৯

[তথ্যসূত্র : শিবমহাপুরাণ/রুদ্র সংহিতা/কুমারখণ্ড/অধ্যায় ১৪]

☘️সরলার্থ - যে যেমন ব্যবহার করে তার সাথে তেমন‌ই ব্যবহার করা উচিত - এই নীতিই সর্বশ্রেষ্ঠ ।৫৯


🔥 সিদ্ধান্ত : পরমেশ্বর শিবের আদেশ হল, যে ব্যক্তি তোমার সাথে যেমন ব্যবহার করবে, তুমিও তার সাথে এক‌ইরকম ব্যবহার করবে । কেউ তোমার সাথে ভালো ব্যবহার করলে তুমিও ভালো ব্যবহার করবে, যদি কেউ খারাপ ব্যবহার করে তবে তুমিও তার সাথে এক‌ই ব্যবহার করবে ।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত