যার ব্যবহার যেমন তার সাথে তেমন ব্যবহার করবে - শিবমহাপুরাণের শিক্ষা
কৃতে চৈবাত্র কর্তব্যমিতি নীতির্গরীয়সী । ৫৯
[তথ্যসূত্র : শিবমহাপুরাণ/রুদ্র সংহিতা/কুমারখণ্ড/অধ্যায় ১৪]
☘️সরলার্থ - যে যেমন ব্যবহার করে তার সাথে তেমনই ব্যবহার করা উচিত - এই নীতিই সর্বশ্রেষ্ঠ ।৫৯
🔥 সিদ্ধান্ত : পরমেশ্বর শিবের আদেশ হল, যে ব্যক্তি তোমার সাথে যেমন ব্যবহার করবে, তুমিও তার সাথে একইরকম ব্যবহার করবে । কেউ তোমার সাথে ভালো ব্যবহার করলে তুমিও ভালো ব্যবহার করবে, যদি কেউ খারাপ ব্যবহার করে তবে তুমিও তার সাথে একই ব্যবহার করবে ।
পরমেশ্বরের আদেশকেই মহাভারতেও উল্লেখ করা হয়েছে — যে যেমন তার সাথে তেমন ।
✅ মানুষ যে মানুষের সঙ্গে যেমন ব্যবহার করবে, সেই মানুষ সেই মানুষের সঙ্গে তেমন ব্যবহার করবে, এটিই ন্যায্য। সুতরাং কপট ব্যবহার করেই কপট লোককে দমন করবে আর সদ্ব্যবহার করেই সাধুলোককে গ্রহণ করবে ।
[তথ্যসূত্র : মহাভারত/শান্তিপর্ব/অধ্যায় ১০৬/ শ্লোক ৩৩]
©শ্রী নন্দীনাথ শৈব আচার্য জী
কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha 🚩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন