শৈবরা শিবাশ্রমী বলে গণ্য



 ভস্ম বৈ শিবমন্ত্রেণ ধৃত্বা হ্যুচ্চাশ্রমী ভবেৎ ।

শিবাশ্রমীতি সম্প্রোক্তঃ শিবৈকপরমো যতঃ ॥৮২॥

(তথ্যসূত্র - শিব মহাপুরাণ/বিদ্যেশ্বরসংহিতা/১৮ নং অধ্যায়)


🍀সরলার্থ - 

যে প্রাণী শিবমন্ত্র দ্বারা ভস্ম ধারণ করেন সে সকল আশ্রমের( ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ তথা সন্ন্যাস) মধ্যে শ্রেষ্ঠ। তাকে শিবাশ্রমী(অতিবর্ণাশ্রমী) বলা হয়, কারণ সে একমাত্র শিবকেই পরমশ্রেষ্ঠ বলে জ্ঞাত হন।


🍀সিদ্ধান্ত -

যেহেতু শৈবরাই পরমেশ্বর শিবকে সর্বোচ্চ সত্ত্বা বলে স্বীকার করেন, ভস্ম ধারণ পূর্বক পাশুপত ব্রত করেন তাই একমাত্র শৈবরাই শিবাশ্রমী(অতিবর্ণাশ্রমী)।

© Namitaroy (issgt)


🚩কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত