শৈবরা শিবাশ্রমী বলে গণ্য



 ভস্ম বৈ শিবমন্ত্রেণ ধৃত্বা হ্যুচ্চাশ্রমী ভবেৎ ।

শিবাশ্রমীতি সম্প্রোক্তঃ শিবৈকপরমো যতঃ ॥৮২॥

(তথ্যসূত্র - শিব মহাপুরাণ/বিদ্যেশ্বরসংহিতা/১৮ নং অধ্যায়)


🍀সরলার্থ - 

যে প্রাণী শিবমন্ত্র দ্বারা ভস্ম ধারণ করেন সে সকল আশ্রমের( ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ তথা সন্ন্যাস) মধ্যে শ্রেষ্ঠ। তাকে শিবাশ্রমী(অতিবর্ণাশ্রমী) বলা হয়, কারণ সে একমাত্র শিবকেই পরমশ্রেষ্ঠ বলে জ্ঞাত হন।


🍀সিদ্ধান্ত -

যেহেতু শৈবরাই পরমেশ্বর শিবকে সর্বোচ্চ সত্ত্বা বলে স্বীকার করেন, ভস্ম ধারণ পূর্বক পাশুপত ব্রত করেন তাই একমাত্র শৈবরাই শিবাশ্রমী(অতিবর্ণাশ্রমী)।


টীকা - পরমেশ্বর শিবের ভক্ত শৈব রা সর্বদা সকল বিধি নিষেধের থেকে মুক্ত, দেখুন -

স্বতন্ত্রঃ খলু শংকরঃ ।। ৪৬

মহাদেবস্য ভক্তাশ্চ‌ তদ্ভ‌ক্তা অপি দেহিনঃ ।

 স্বতন্ত্রতা বেদবিচ্ছ‌্রে‌ষ্টা‌ঃ কিং পুনঃ স মহেশ্বরঃ ।। ৪৭

[স্কন্দমহাপুরাণ/সূতসংহিতা/যজ্ঞবৈভবখণ্ড/উপরিভাগ/(সূতগীতা) ৩ অধ্যায়/ ৪৬-৪৭ নং শ্লোক]

অর্থ - পরমেশ্বর শিব সকল বিধি নিষেধের থেকে মুক্ত, স্বতন্ত্র। যখন  পরমেশ্বর শিবের অদ্বৈতবাদী অতিবর্ণাশ্রমী ভক্তশৈবরাই স্বতন্ত্র, তখন মহেশ্বরের স্বতন্ত্রতার বিষয়ে আর কি বলব ?। 

© Namitaroy (issgt)


🚩কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ