শৈব কাকে বলে?

 



শিবাশ্রিতা হি তে শৈবা জ্ঞানযজ্ঞরতা নরাঃ ॥৯॥


[তথ্যসূত্র - শিবমহাপুরাণ/বায়বীয় সংহিতা/উত্তরখণ্ড/২৯ নং অধ্যায়]


🍀 সরলার্থ - যে মনুষ্য একমাত্র পরমেশ্বর শিবের মার্গে আশ্রিত হয়ে জ্ঞানযজ্ঞে স্থিত হন, তিনি ‘ শৈব ’ বলে কথিত হন ॥৯


🔥 সিদ্ধান্ত - সর্বোচ্চ সত্ত্বা শিব‌ই পরমব্রহ্ম বলে অটুট বিশ্বাসের সাথে শৈবমার্গে যে ব্যক্তি পদার্পন করে সর্বত্র শিবকে অনুভব করেন, ব্রহ্মা-হরি ও অন্য দেবতার মধ্যেও পরমসত্ত্বা শিবকে‌ই দর্শন করেন, শিব ভিন্ন দ্বিতীয় কিছু‌ই নেই বলে জ্ঞাত যিনি, এমন শিবজ্ঞান সম্পন্ন শিবমার্গী সেই ব্যক্তিই শৈব ।

© Namitaroy (issgt)


🚩 কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত