শিবভক্ত নারীরা সকলেই দেবী পার্বতী স্বরূপা

 


দেবীলিঙ্গং ভবেদ্ রূপং শিবভক্তস্ত্রিযাস্তথা ॥১৩৪॥

যাবন্মন্ত্রং জপেদ্দেব্যাস্তাবৎসান্নিধ্যযমস্তি হি ॥১৩৫॥


(তথসংগ্ৰহ - শিবমহাপুরাণ/বিদ্যেশ্বরসংহিতা/ ১৭ নং অধ্যায়)


🍀সরলার্থ -

যে নারী শিবভক্ত, তিনি দেবী পার্বতীর‌ই স্বরূপ বলে জানা উচিত। তিনি যতো মন্ত্র(শিবমন্ত্র) জাপ করতে থাকেন ততোই দেবীর সান্নিধ্য(কৃপাভাগী) প্রাপ্ত হতে থাকে।

© Namitaroy (issgt)

🚩কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

মন্তব্যসমূহ

  1. ভাগবত পুরাণোক্ত শিব ও নারায়ণের মোহিনী অবতারের গল্পটির ওপর একটি প্রবন্ধ লিখুন
    এই গল্পটি দেখিয়ে অনেকেই বলে বেড়ায় যে ভগবান শিব নারায়ণের মায়ায় আবদ্ধ

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত