শ্রী স্কন্দের ধ্যান মন্ত্র



 উদ্যদাদিত্যসংকাশং মযূরবরবাহন্ ॥২০॥

চতুর্ভুজমুদারাঙ্গং মুকুটাদিবিভূষিতম্ ।

বরদাভযহস্তং চ শক্তিকুক্কুটধাধারিণম্ ॥২১॥

[তথ্যসূত্র - শিবমহাপুরাণ/কৈলাসসংহিতা/১৭নং অধ্যায়]


🍀সরলার্থ -

 যিনি উদীয়মান সূর্যের সমান তেজস্বী তথা শ্রেষ্ঠ ময়ূরের আসনে স্থিত। যিনি চার ভূজা যুক্ত, পরম কৃপালু, মুকুট আদি আভুষণ দ্বারা সুশোভিত এবং তার চার হস্তে বরমূদ্রা, অভয়মূদ্রা, শক্তি ও কুক্কুট ধারণ করে থাকেন।

© Namitaroy (issgt)


🚩 কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত