ভগবান কার্তিকেয় -এর জন্ম তিথি কবে ?

 


মার্গমাসে সিতে পক্ষে তিথৌ ষষ্ঠ্যাং মুনীশ্বর ।

প্রাদুর্ভাবোঽ ভবত্তস্য শিবপুত্রস্য ভূতলে ॥ ৬৮


[তথ্যসূত্র : শিবমহাপুরাণ/রুদ্রসংহিতা/কুমারখণ্ড/অধ্যায় নং ২]


🌷সরলার্থ - হে মুনিশ্বর ! অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পরমেশ্বর শিবের পুত্র কার্তিকেয়র প্রাদুর্ভাব ঘটে পৃথিবীতে ॥৬৮ 


🔥 সিদ্ধান্ত : ভগবান কার্তিকের পূজা এই তিথিতেই হয়, কার্তিক মাসের ৩০ তারিখ কার্তিকের জন্ম নয় ।শাস্ত্র মতে, উপরোক্ত তিথিই কার্তিকপূজার ও কার্তিকের জন্মের সময় । দেবতার পূজা সর্বদা তিথি অনুযায়ী হয়, মাস অনুযায়ী নয়, তাই শাস্ত্র অনুযায়ী তিথি মেনে পূজাপাঠ করুন ।


লেখনীতে - শ্রীনন্দীনাথ শৈব

প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত