শিবভক্তরা সকলেই শিবস্বরূপ


 শিবস্বরূপমন্ত্রস্য ধারণাচ্ছিব এব হি ।

শিবভক্তশরীরে হি শিবে তৎপরমো ভবেত্ ॥১৩২॥


(তথ্যসূত্র - শিবমহাপুরাণ/বিদ্যেশ্বরসংহিতা/১৭ নং অধ্যায়)


🍀সরলার্থ - 

শিবস্বরূপ মন্ত্র ধারণ করে শিবভক্তের(শৈবের) শরীর শিবস্বরূপ হয়ে যায়‌। অত‌এব তার সেবায় তৎপর থাকা উচিত।

সিদ্ধান্ত -

শিবভক্ত পুরুষেরা সকলেই শিবস্বরূপ ও নারীরা দেবী পার্বতী স্বরূপ, শৈব অদ্বৈত দর্শনে শিব আর পার্বতী আলাদা নয় এক‌ই তাই শৈব পুরুষ ও নারী সকলেই শিবস্বরূপ।

© Namitaroy (issgt)


🚩কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT



মন্তব্যসমূহ

  1. ভাগবত পুরাণোক্ত শিব ও নারায়ণের মোহিনী অবতারের গল্পটির ওপর একটি প্রবন্ধ লিখুন
    এই গল্পটি দেখিয়ে অনেকেই বলে বেড়ায় যে ভগবান শিব নারায়ণের মায়ায় আবদ্ধ

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ