শিবভক্তরা সকলেই শিবস্বরূপ


 শিবস্বরূপমন্ত্রস্য ধারণাচ্ছিব এব হি ।

শিবভক্তশরীরে হি শিবে তৎপরমো ভবেত্ ॥১৩২॥


(তথ্যসূত্র - শিবমহাপুরাণ/বিদ্যেশ্বরসংহিতা/১৭ নং অধ্যায়)


🍀সরলার্থ - 

শিবস্বরূপ মন্ত্র ধারণ করে শিবভক্তের(শৈবের) শরীর শিবস্বরূপ হয়ে যায়‌। অত‌এব তার সেবায় তৎপর থাকা উচিত।

সিদ্ধান্ত -

শিবভক্ত পুরুষেরা সকলেই শিবস্বরূপ ও নারীরা দেবী পার্বতী স্বরূপ, শৈব অদ্বৈত দর্শনে শিব আর পার্বতী আলাদা নয় এক‌ই তাই শৈব পুরুষ ও নারী সকলেই শিবস্বরূপ।

© Namitaroy (issgt)


🚩কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT



মন্তব্যসমূহ

  1. ভাগবত পুরাণোক্ত শিব ও নারায়ণের মোহিনী অবতারের গল্পটির ওপর একটি প্রবন্ধ লিখুন
    এই গল্পটি দেখিয়ে অনেকেই বলে বেড়ায় যে ভগবান শিব নারায়ণের মায়ায় আবদ্ধ

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত