ধ্যান করার উপযুক্ত ব্যক্তির বৈশিষ্ট্য কোনগুলি?



 জ্ঞানবৈরাগ্যসম্পন্নঃ শ্রদ্দধানঃ ক্ষমান্বিতঃ ।

নির্মমশ্চঃ সদোৎসাহি ধ্যাতেত্থং পুরূষঃ স্মৃতঃ ॥৫৮॥

[তথ্যসূত্র - শিবমহাপুরাণ/বায়বীয়সংহিতা/উত্তরখণ্ড/৩৭নং অধ্যায়]


🌷সরলার্থ - 

যিনি জ্ঞান ও বৈরাগ্য দ্বারা সম্পন্ন, শ্রদ্ধালু, ক্ষমাশীল, মমতারহিত তথা সদা উৎসাহিত পুরূষকে(সাধক/সাধিকা ব্যক্তিকে) ধ্যাতা বলা হয় অর্থাৎ তিনি ধ্যান করতে সফল হবেন।

🌷সিদ্ধান্ত - 

জ্ঞান-বৈরাগ্য দ্বারা সম্পন্ন, শ্রদ্ধালু, ক্ষমাশীল, মমতারহিত ও সদা উৎসাহিত ব্যক্তি ধ্যান করার যোগ্য।

লেখনীতে - © Namitaroy (issgt)


🚩 কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত