পূজার অর্থ কী?

 


পূর্জাযতে হ্যনেনেতি বেদেষ্বর্থস্য যোজনা ।

পূর্ভোগফলসিদ্ধিশ্চ জাযতে তেন কর্মণা ॥২৯॥

[তথ্যসূত্র - শিবমহাপুরাণ/বিদ্যেশ্বরসংহিতা/১৬ নং অধ্যায়]


✳️সরলার্থ - 

বেদে "পূজা" শব্দের এইপ্রকারে যোজনা করা হয়েছে- "পূর্জাযতে অনেন ইতি পূজা।" পূঃ এর অর্থ হল ভোগ এবং ফলের সিদ্ধি- যে কর্মের দ্বারা এটি সম্পূর্ণ হয় তাকে "পূজা" বলে।

✳️সিদ্ধান্ত -

 যে কর্মের দ্বারা ভোগ ও ফলের সিদ্ধি হয় তাকে "পূজা" বলা হয়।

✳️ব্যাখা -

মনোবাঞ্ছিত বস্তু তথা জ্ঞান‌ও অভিষ্ট বস্তু, সকাম ভাবধারী ব্যাক্তিরা অভিষ্ট ফল প্রাপ্তির আশা রাখেন এবং নিষ্কাম ভাবধারীরা পরমার্থিক জ্ঞান পেতে চান, এই দুটোই হল পূজা শব্দের অর্থ এই দুটোর যোজনা করলেই "পূজা" শব্দ স্বার্থকতা প্রাপ্ত করে। এইপ্রকারে লোক ও বেদে পূজা শব্দের অর্থ বিখ্যাত রয়েছে। নিত্য আর নৈমিত্তিক কর্ম কালান্তরে(কালের অন্তে) ফল প্রদান করে, কিন্তু কাম্য কর্মের ঠিকমতো অনুষ্ঠান করলেই তৎকাল ফলের প্রাপ্তি হয় অর্থাৎ কোনো‌ মনোকামনা পূরণের জন্য পূজা করলে সেই অনুষ্ঠান/ব্রত সঠিক নিয়মে পালন করতে হবে তবেই ফল প্রাপ্তি হবে। প্রতিদিন এক পক্ষ, এক মাস, এবং এক বর্ষ পর্যন্ত প্রতিনিয়ত পূজা করলে সেই ফল কালের অন্তে প্রাপ্তি হয় এবং‌ পাপ ক্ষয় হতে থাকে।

লেখনীতে - © Namitaroy (issgt)


🚩 কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ