ধ্যান কাকে বলে?



 ধ্যৈ চিন্তাযাং স্মৃতো ধাতুঃ শিবচিন্তা মুহুর্মুহু ॥৪১॥

অব্যাক্ষিপ্তেন মনসা ধ্যানং নাম তদুচ্যতে ॥৪২॥

[তথ্যসূত্র - শিবমহাপুরাণ/বায়বীয়সংহিতা/উত্তরখণ্ড/৩৭নং অধ্যায়]


🌷সরলার্থ -

 ধ্যানে "ধৈ চিন্তায়াং" -কে ধাতু(ক্রিয়ার মূল) বলা হয় অর্থাৎ ধ্যেয -এর ধ্যান করাই হল ধ্যানের মূল ক্রিয়া। বিক্ষেপ রহিত চিত্ত দ্বারা বারংবার পরমেশ্বর শিবের চিন্তনকেই ধ্যান বলা হয়।


🌷সিদ্ধান্ত -

 সকল ইন্দ্রিয়কে নিয়ন্ত্রন করে ধ্যেয অর্থাৎ ধ্যানের একমাত্র বিষয় পরমেশ্বর শিবের চিন্তা করাই হল ধ্যান। শিব ছাড়া অন্য কোনো কিছুর চিন্তাকে প্রকৃত ধ্যান বলা যায় না, এটিই শিবমহাপুরাণের নির্দেশ ।

লেখনীতে - © Namitaroy (issgt)


🚩 কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত