কার ধ্যান করা উচিত?

 


সর্বমন্যৎপরিত্যয্য শিব এব শিবংকরঃ ॥৫৩॥

পরো ধ্যেযোৎধিদেবেশঃ সমাপ্তাথর্বণী শ্রুতি।

তথা শিবা পরা ধ্যেযা সর্বভূতগতৌ শিবৌ ॥৫৪॥

[তথ্যসূত্র - শিবমহাপুরাণ/বায়বীয়সংহিতা/উত্তরখণ্ড/৩৭নং অধ্যায়]


🌷সরলার্থ - 

অন্য সবকিছু ছেড়ে কেবল কল্যাণকারী পরমদেব দেবেশ্বর শিবের‌ই ধ্যান করা উচিত। ইনি(পরমেশ্বর শিব‌ই) সকলের পরম ধ্যেয়, ইহা অথর্ববেদের অন্তিম নির্ণয়। এইপ্রকারে শিবা দেবীও পরম ধ্যেয়। শিব আর শিবা‌-ই এই সম্পূর্ণ ভূতে ব্যাপ্ত রয়েছে।

🌷সিদ্ধান্ত - 

পরমেশ্বর শিব ও তার শক্তি পরমেশ্বরী শিবা-‌ই পরম ধ্যেয়। সর্বদা শিব-শিবার ধ্যান করা উচিত।

লেখনীতে - © Namitaroy (issgt)


🚩 কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত