কালী,দুর্গা,কামাখ্যা সহ আদ্যাশক্তির অনান্য সমস্ত নামের মধ্যে 'পার্বতী' নাম প্রধান

 


তস্যা নামান্যনেকানি জাতানি চ মুনীশ্বর ।

কালিকা চণ্ডিকা ভদ্রা চামুণ্ডা বিজয়া জয়া ॥৪৩

জয়ন্তী ভদ্রকালী চ দুর্গা ভগবতীতি চ ।

কামাখ্যা কামদা হ্যম্বা মৃড়ানী সর্বমঙ্গলা ॥৪৪

নামধেয়ান্যনেকানি মুক্তিপ্রদানি চ ।

গুণকর্মানুরূপাণি প্রায়শস্তত্র পার্বতী ॥৪৫


[তথ্যসূত্র : শিবমহাপুরাণ/রুদ্রসংহিতা/সৃষ্টিখণ্ড/অধ্যায় ১৬] 


🌷 সরলার্থ : হে মুনিশ্বর ! সেই দেবীর অনেক নাম প্রসিদ্ধ আছে, তার কালি,চণ্ডিকা,ভদ্রা,চামুণ্ডা, বিজয়া,জয়া, জয়ন্তী,ভদ্রকালী, দুর্গা,ভগবতী,কামাখ্যা, কামদা,অম্বা,মৃড়ানী, সর্বমঙ্গলা প্রভৃতি আরো বহুনাম আছে। যে নামগুলির ভোগ ও মুক্তি প্রদান করে। এই নামসমূহ দেবীর বিভিন্ন গুণ ও কর্মের ভিন্নতা অনুসারে হয়েছে। এই নামগুলির মধ্যে " পার্বতী " নাম‌ই প্রধান ॥ ৪৩-৪৫ 


🔥 সিদ্ধান্ত : শিবের অভিন্না ইচ্ছাশক্তি হল আদ্যাশক্তি, তাকে বহু নামে ডাকা হয়, কিন্তু সব নামের মধ্যে পার্বতী নাম‌ই মূল নাম। 


লেখনীতে : শ্রীনন্দীনাথ শৈবজী 

কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত