রুদ্রাক্ষ অপদেবতা থেকে রক্ষা করে

 


রুদ্রাক্ষমালিনং দৃষ্টবা ভূতপ্রেতপিশাচকাঃ ।

ডাকিনী শাকিনী চৈব যে চান্যে দ্রোহকারকাঃ ॥৮৪॥

[তথ্যসূত্র - শিবমহাপুরাণ/বিদ্যেশ্বরসংহিতা/২৫ নং অধ্যায়]

সরলার্থ - 

রুদ্রাক্ষমালা ধারণকারী ব্যক্তিদের দর্শনমাত্র ভূত, প্রেত, ডাকিনী, শাকিনী তথা অন্যান্য দ্রোহকারী রাক্ষস সকলে দূর হয়ে যায়।

লেখনীতে - © শ্রীমতী নমিতা রায় দেবীজী(ISSGT)


🚩 কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত