মন্ত্র শব্দের অর্থ কী ?

 


দুটি অক্ষর "মন" + "ত্র""মন" এর অর্থ হল মনন করা এবং "ত্র" এর অর্থ হল ত্রাণ। মননের দ্বারা যে ত্রাণ করা হয় তাকে মন্ত্র বলে। মন্ত্র সেই অক্ষর বা শব্দকে বলে যার উচ্চারণ ও মনন করলে শক্তি জাগ্ৰত হয়। এই সন্দর্ভে সংসার থেকে মোক্ষ প্রদান করার শক্তি অভিপ্রেত ।


[তথ্যসূত্র - আচার্য ক্ষেমরাজকৃত প্রত্যভিজ্ঞাহৃদয়ম্/ আচার্য জয়দেব সিংহকৃত টিপ্পণি/ ২০ নং সূত্র]

লেখনীতে - © শ্রীমতী নমিতা রায় দেবীজী(ISSGT)


🚩 কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ