দীক্ষিত ও অদীক্ষিত সকলের ষড়াক্ষর মন্ত্র উচ্চারণ করার অধিকার রয়েছে

 


ষড়ক্ষরেণ বা দেবং সূক্তমন্ত্রেণ পূজযেৎ ।

শিবভক্তো জিতক্রোধো হ্যলব্ধো এব চ ॥১০॥

[তথ্যসূত্র - শিবমহাপুরাণ/বায়বীয়সংহিতা/উত্তরখণ্ড/অধ্যায় ২৬]

সরলার্থ - 

(দীক্ষিত বা অদীক্ষিত) শিবভক্তদের উচিত ক্রোধরূপী বিকার কে নিয়ন্ত্রন‌ করে শাস্ত্রতে প্রতিপাদিত “ ষড়াক্ষর ” (ॐ নমঃ শিবায়) মন্ত্র বা বেদোক্ত সূক্তমন্ত্র দ্বারা শিবের পূজন করা।


লেখনীতে - © শ্রীমতী নমিতা রায় দেবীজী(ISSGT)

🚩 কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত