কলিযুগের বৈষ্ণবদের স্বরূপ

 



মধুদর্শিতমার্গেণ পাপিষ্ঠা বৈষ্ণবাঃ কলৌ ।

ভবিষ্যন্তি ততো ম্লেচ্ছা শূদ্রা যুথবহিষ্কৃতাঃ ॥৭৯

[তথ্যসূত্র - সৌরপুরাণ/৩৯নং অধ্যায়] 

🚩 সরলার্থ - কলিযুগে মধু নামক মধ্বাচার্যের 

পথ অবলম্বনকারী বহু পাপিষ্ঠ বৈষ্ণব উৎপন্ন হবে।তারপর, জাতিভ্রষ্ট শূদ্র ও ম্লেচ্ছরা এই বৈষ্ণব মার্গ অবলম্বন করতে শুরু করবে । 


☀️ ব্যাখ্যা - বর্তমানে বহু ব্যক্তি কপালে বৈষ্ণব তিলক ও তুলসীর মালা গলায় ধারণ করে দিনরাত অশাস্ত্রীয় কার্য করে, শিবনিন্দা করে, নিজেদের বৈষ্ণব বলে দাবী করছে। তারা মধ্বাচার্যের পরম্পরার বৈষ্ণব বলে দাবী করছেন, অনেক বিদেশী ম্লেচ্ছরা সেই দলে যোগ দিয়ে দিনরাত অশাস্ত্রীয় কাজ করছে, সনাতন ধর্মের শাস্ত্র সৌরপুরাণ বর্তমানের এই অশাস্ত্রীয় কার্যকলাপের ভবিষ্যতবানী পূর্বকালেই করে রেখেছিল। তাই, অন্য যুগের বৈষ্ণবেরা বিশুদ্ধ। 

কলিযুগের বৈষ্ণব মানেই তারা পাপী ও অজ্ঞানী- ইহাই শাস্ত্রবচন । 


সংগ্রহে - শ্রীনন্দীনাথ শৈব

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত