শৈব আগম কাকে বলে?

 


শ্রীকণ্ঠেন শিবেনোক্তং শিবায়ৈ চ শিবাগমঃ ।

শিবাশ্রিতানাং কারুণ্যাচ্ছ্রেযসামেকসাধনম্ ॥৩৯॥

[তথ্যসূত্র - শিবমহাপুরাণ/বায়বীয়সংহিতা/উত্তরখণ্ড/৭নং অধ্যায় ]


সরলার্থ - 

শ্রীকণ্ঠ শিব দেবী শিবার প্রতি যে জ্ঞানের উপদেশ দিয়েছিলেন সেই জ্ঞানকেই শিবাগম (শৈব আগম) বলা হয়। শিবে আশ্রিত(শৈব) ভক্তজনের উপর কৃপা করে কল্যাণের একমাত্র সাধন এই জ্ঞানের উপদেশ দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত -

শৈবদের জন্য পরমেশ্বর শিব শৈব আগম প্রদান করেছেন


লেখনীতে - © শ্রীমতী নমিতা রায় দেবীজী(ISSGT)

🚩 কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ