দেবী শিবার দোলন উৎসব(চৈত্র গৌরী তৃতীয়া)



🔹শিবমহাপুরাণের উমা সংহিতা অনুসারে বিদ্বান ব্যক্তি চৈত্র মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে(গৌরীতৃতীয়ায়) দোলৎসব/ঝূলনোৎসব পালন করে থাকেন। পুষ্প, কুমকুম, বস্ত্র, অগুরু , কপূর, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, মালা এবং অন্য মনোহর গন্ধ দ্বারা শিব সহিত দেবী জগদ্ধাত্রী পার্বতীর পূজন করবেন।

🔹যে মানব এই তিথিতে প্রতি বছর নিয়মানুসারে এই ব্রত তথা ঝূলনোৎসব পালন করে, তাকে দেবী শিবা(পার্বতী) সকল অভীষ্ট ফল প্রদান করেন।

💠এখানে ক্লিক করে দেখুন👉 গৌরী তৃতীয়া পূজা বিধি


💠এরপর সবার কল্যাণকারী মহামায়া ভগবতী মহেশ্বরী শ্রী গৌরীকে শিব সহিত দোলনায়/ঝুলনে বসিয়ে দোল(দুলিয়ে) দেবেন। 


লেখনীতে — শ্রীমতি নমিতা রায় দেবীজী

কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত