পশুপতি শব্দের অর্থ কী

 




জ্ঞানং বস্তুপরিচ্ছেদো বস্তু চ ত্রিবিধং স্মৃতম্ ॥১১॥

অজড় চ জড় চৈব নিযন্তৃ চ তযোরপি ।

পশুঃ পাশঃ পতিশ্চেতি কথ্যতে তত্ত্রযং ক্রমাৎ ॥১২॥

[তথ্যসূত্র - শিবমহাপুরাণ/বায়বীয়সংহিতা/পূর্বখণ্ড/৫ নং অধ্যায়]


সরলার্থ - 

বস্তুর বিবেক‌ই হল জ্ঞান। বস্তুর তিনটি ভেদ যথাক্রমে - জড় (প্রকৃতি), চেতন (জীব) এবং এই দুয়ের নিয়ন্তা পরমেশ্বর। এই তিনটি হল পাশ, পশু তথা পশুপতি।

সিদ্ধান্ত - 

পাশ ও পশুদের যিনি নিয়ন্ত্রন করেন তিনি হলেন পশুপতি (শিব)।

লেখনীতে - Namita Roy(ISSGT)

কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত