শিবলিঙ্গ কে শিশ্ন বলে ধারণা করলে শাস্তি অনিবার্য

 

শম্ভুরুবাচ ।

ত্বম নিন্দঃ পুরা মাঞ্চ লিঙ্গং শিশ্নাগ্রমিত্যুত ॥১৮৫

তেনৈব পাপযোগেন শিশ্নচক্রো ভবিষ্যসি ।

শিশ্নাগ্রে বিবরং চক্রং জিহ্বানাসাদিবর্জ্জিঃ ॥১৮৬

[তথ্যসূত্র — পদ্মপুরাণ/পাতালখণ্ড/৬৬নং অধ্যায়]


অর্থ — পরমেশ্বর শিব ইক্ষ্বাকুকে বললেন,

হে ইক্ষ্বাকু ! তুমি পূর্বকালে আমার শিবলিঙ্গ কে শিশ্নের অগ্রভাগ ভেবে নিয়ে আমাকে নিন্দা করেছিলে, 

সেই পাপের ফলে তোমার শিশ্নচক্র হবে, তোমার শিশ্নের অগ্রভাগে বিবর ও চক্ররোগ হবে।

তোমার জিহ্বা ও নাক থাকবে না ।


সিদ্ধান্ত ‌— শিবলিঙ্গকে পুরুষাঙ্গ/শিশ্ন বলে ধারণা করাই পাপ, এটিই স্বয়ং পুরাণ শাস্ত্র বলছে। তাই অপপ্রচারকারীরা যত‌ই তাদের দৃষ্টিকোণের দ্বারা শিবলিঙ্গ নিয়ে নিন্দা করুক তাতে শিবলিঙ্গ শিশ্ন বলে গ্রাহ্য হবে না। 


⭕ ছবি সহ প্রমাণ দিলাম, 

ছবির উপর ক্লিক করে দেখুন 👇


📖 পদ্মপুরাণের পাতাল খণ্ডের ৬৬নং অধ্যায়ের ১৮৫নং শ্লোক এখানে মিলিয়ে দেখে সংশয় মিটিয়ে নিতে পারেন 👇

পদ্মপুরাণ পাতালখণ্ড 


©️ কপিরাইট ও প্রচারে — International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত