আষাঢ় মাসের গৌরী তৃতীয়া ব্রত এবং দেবীর রথযাত্রা উৎসব পালনের বিধি


🔹আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে নিজের  সামর্থ অনুসারে দেবী পার্বতীর অতিপ্রিয় রথোৎসব সম্পন্ন করা উচিত। 


🔹পৃথিবীকে রথের ন্যায় এবং চন্দ্রমা তথা সূর্য কে রথের দু-চাকা মনে করা উচিত, চার বেদকে ঘোরা তথা ব্রহ্মদেবকে সারথি মনে করা উচিত। 


🔹এইপ্রকারে অনেক মণি দ্বারা জটিত এবং পুষ্পমালা দ্বারা সুশোভিত রথের নির্মান করে দেবী শিবা কে স্থাপিত করুন। এইসময় বুদ্ধিমান ব্যাক্তিকে মনে মনে ভাবনা করতে হবে যে, শ্রীপরাম্বা পার্বতী জগতের রক্ষার জন্য রথের মধ্যখানে বসে আছেন।

রথ ধীর গতিতে চলা কালীন দেবীর জয়কারা করুন ও প্রার্থনা করুন "হে দেবী! হে দীনবৎসলে! আমাদের আপনার শরনার্থীদের রক্ষা করুন"। প্রার্থনা এবং অনেক বাদ্য ধ্বনি দ্বারা  দেবী ভগবতী কে সন্তুষ্ট করুন এবং সীমাপর্যন্ত রথ নিয়ে গিয়ে সেখানে রথে ভগবতীর পূজা করতে হবে। তারপর দেবীর স্তোত্র দ্বারা স্তুতি করে জগদম্বাকে নিজ গৃহে নিয়ে এসে প্রণাম করে প্রার্থনা করুন।  

ব্রতফল -

 যে বিদ্বান এই প্রকারে পূজা, ব্রত এবং রথোৎসব করেন, সেই ব্যাক্তি সংসারে সম্পূর্ণ সূখের উপভোগ করে অন্তে দেবীর ধাম(জ্ঞানকৈলাস) প্রাপ্ত করেন।

[তথ্যসূত্র - শিব মহাপুরাণ/উমাসংহিতা/অধ্যায় নং ৫১]

এখানে ক্লিক করে দেখুন👉 গৌরী তৃতীয়া ব্রত বিধি 


© সংগ্ৰহ ও লেখনীতে - নমিতা রায় দেবীজী

🚩কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 


ॐ শ্রী সাম্বসদাশিবায় নমঃ 🙏   



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত