নবরাত্রি ব্রতের মাহাত্ম্য



আশ্বিনে ধবলে পক্ষে নবরাত্রব্রতং চরের ।

যৎকৃতে সফলাঃ কামাঃ সিদ্ধ্যন্ত্যেব না সংশযঃ ॥৭৩॥


[তথ্যসূত্র - শিব মহাপুরাণ/উমা সংহিতা/৫১ নং‌ অধ্যায়]


‌সরলার্থ -

আশ্বিনমাসের শুক্লপক্ষে নবরাত্রিব্রত পালন করলে সম্পূর্ণ কামনা সিদ্ধ হয়, এখানে কোনো সংশয় নেই।


অযোধ্যার অধিপতি বুদ্ধিমান্ ধ্রুবসন্ধিপুত্র রাজা সুদর্শন এই ব্রতের প্রভাবে শত্রু দ্বারা ছিনিয়ে নেওয়া রাজ্য প্রাপ্ত করেন।

এই ব্রতরাজের অনুষ্ঠান করে মহেশ্বরীর আরাধনা করে সমাধি (নামক বৈশ্য) সংসারবন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ প্রাপ্ত করেন।


সংগ্ৰহে ও লেখনীতে - নমিতা রায় দেবীজী 


🚩কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত