মানসিক জপ সর্বশ্রেষ্ঠ

উত্তমং মানসং জাপ্যমুপাংশুং চৈব মধ্যমম্ ।

অধমং বাচিকং প্রাহুরাগমার্থবিশারদাঃ ॥২৪॥

উত্তমং রুদ্রদৈবত্যং‌ মধ্যমং বিষ্ণুদৈবতম্ ।

অধমং ব্রহ্মদৈবত্যমিত্যাহুরনুপূর্বশঃ ॥২৫॥


[তথ্যসূত্র - শিবমহাপুরাণ/বায়বীয়সংহিতা/উত্তরখণ্ড/ ১৪ নং অধ্যায়/ শ্লোক নং- ২৪,২৫]


সরলার্থ -

মানস জপ উত্তম, উপাংশু জপ মধ্যম তথা বাচিক জপ তার(উপাংশু জপ) থেকেও নিম্নমানের - এইরকম আগমার্থবিশারদ বিদ্বানদের কথন।

রুদ্র দ্বারা অধিষ্ঠিত (মানস) জপ উত্তম বলা হয়েছে, বিষ্ণু দ্বারা অধিষ্ঠিত (উপাংশু) জপ মধ্যম বলা হয়েছে তথা ব্রহ্মা দ্বারা অধিষ্ঠিত (বাচিক) জপ অধম বলা হয়েছে।


সংগ্ৰহে ও লেখনীতে - নমিতা রায় দেবীজী 

🚩কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ