স্বামীর হাতে ‘মার খেয়েও’ স্ত্রীকে খুশি থাকতে হবে - বলে “পুরাণশাস্ত্রের” নামে মিথ্যাচার করা আর্যসমাজীদের দাবী খণ্ডন

 


পুরান শাস্ত্রকে নিন্দা করবার অপপ্রয়াসের খন্ডন 🔥

🤮অগ্নিবীর আর্যসমাজীদের দাবি :
স্কন্দপুরাণে বলা আছে, স্বামী যদি মারে তাহলেও স্ত্রীর উচিত খুশি থাকা।

😎 আর্য সমাজীদের যম শৈব সনাতনী —

স্কন্দপুরাণে তাড়িতার কথা বলেছে, "প্রহার" শব্দ ব্যবহার করা হয়নি শ্লোকে,
তাড়না শব্দের অর্থ আর প্রহার শব্দের অর্থ ভিন্ন ভিন্ন।
আপনারা নাকি খুব বেদজ্ঞ ব্যাকারণের বিদ্যারত্ন, শাস্ত্রী। আর আপনারা কি না "তাড়না" ও প্রহার শব্দের মধ্যে পার্থক্য বোঝেননা ।
এই আপনাদের জ্ঞানের বাহার ?

আপনারা রং মশলা মাখিয়ে মারধর করবার ছবি লাগিয়ে তাড়নার বিষয়টিকে খারাপের দৃষ্টিকোণে দেখাতে চাইছেন, আপনাদের উদ্দেশ্যে যে কতটা জঘন্য তা তো বোঝাই যাচ্ছে।

পুরাণের নামে মিথ্যাচার করছেন, আর নারীবাদী আবেগ দেখিয়ে লোকেদের আর্যসমাজের দিকে আকর্ষণ করতে চাইছেন, নিজেদের খুব ভালো নারীবাদী মনে করেন নাকি ?
তাহলে আপনাদের গুরু দয়ানন্দ সরস্বতী কি বলেছেন দেখুন তো 👇👇👇
স্ত্রী যদি কটুবাক্য বলে তবে স্বামীর উচিত ঐ স্ত্রীকে সদ্য পরিত্যাগ করে অন্য নারীর সাথে নিয়োগে( s e x) লিপ্ত হ‌ওয়া ।
(সত্যার্থ প্রকাশ/২য় সংস্করণ/৪র্থ সমুল্লাস/পৃষ্ঠা -৮৮)

কি........ অগ্নি বিড়ি টানা আর্যনামাজীরা ?????

কটু বাক্য বললেই স্ত্রী কে ত্যাগ করেই অন্য না রীর সহিত "ঘাপাঘাপ" ?
কটু কথা কেমন প্রকার ?
কটু বাক্য তো তীব্রতর নাও হতে পারে। তাহলে কটু কথা বললেই স্ত্রী ত্যাগ করে অন্য নারীতে নিয়োগ (s e x) করতে হবে ?

পুরাণের তাড়না শব্দকে নিয়ে মিথ্যাচার করে পুরাণকে দোষ দিচ্ছেন, পুরাণকে ত্যাগ করতে বলছেন।
অথচ আপনাদের গুরু দয়ানন্দ সরস্বতী তো এর থেকেও জঘন্য কথা বলেছে।
তাহলে
নিয়োগানন্দ দয়ানন্দ সরস্বতীর লেংটির ভেতরে কি করেন আপনারা ?
নিয়োগদণ্ড নিরন্তর নিতে খুব ভালো লাগে ?
অশ্বলি ঙ্গ আর ভালো লাগছে না নাকি ?

এবার আসি পুরাণের কথায়.......
তাড়না শব্দের অর্থ এক্ষেত্রে অশান্তি বিভ্রান্তিকর বিষয়ের নির্দেশ করছে।

সংসারে ঝামেলা হলে কি করে মানুষ ?

স্বামী যদি সংসারিক যাতনায় তাড়িত করবার কথা বলে তাহলে কি বিনয়ী না হয়ে সংসার ভেঙে চলে গিয়ে নিয়োগ করাতে হবে ?
একজন ক্ষিপ্ত হলে আরেকজনকেও সমানে সমানে ক্ষিপ্ত হতে হবে ?
আপনারা বেদ পাঠ করে এসব শিখেছেন ?
অবশ্য আপনারা তো নম্রতা জানেন ই না, আপনাদের স্বভাব চরিত্র যেমন তেমন‌ই তো শিক্ষা দেবেন আপনারা।
স্ত্রীদের তার স্বামীর সাথে ক্রোধের লড়াই করানোর মদত দিচ্ছেন আপনারা আর্যসমাজীরা।
বিনয়ী হ‌ওয়াটা স্ত্রীদের পরাধীনতা নয়। এটা শিষ্টাচার।

একটা কথা বলুন তো.....

আপনার বাড়িতে আপনার মা বাবার মধ্যে কখনো মতবিরোধ হয়নি ? ঝামেলা হয়নি ?
দয়ানন্দ সরস্বতীর বাবা তো তার মায়ের সাথে ঝামেলা করতো দয়ানন্দের উপবাস ভাঙিয়ে লুকিয়ে লুকিয়ে তার মা খাবার খাইয়ে দিত বলে।(দয়ানন্দ আত্মচরিত)

তাহলে কি দয়ানন্দ সরস্বতীর বাবা বা তার মা অন্য ব্যক্তির সাথে নিয়োগ করাতো ?
তাই বলে কি এতটুকুতেই সংসার ভেঙে নিয়োগ করতে চলে গেছে আপনার মা ?
আপনার বাবা কি আপনাদের জন্য নতুন মা আমদানি করেছে ?
পুরাণে বর্ণিত বিনয়ী হবার বিষয় না মানলে, নিশ্চয়ই নিয়োগ করার পক্ষে আপনারা।
আপনারা নিয়োগ সন্তান না তো ??? 😳

👉অগ্নিবিড়ি নামাজীরা — বিড়ির সাথে আমিও ছাই হয়ে গেলাম 🚬(বিনোদন সূচক)

লেখনীতে - শ্রীনন্দীনাথ শৈব (ISSGT)
#আর্যসমাজেরখণ্ডন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

পরমেশ্বর শিব বৈষ্ণব নন