শ্রীকালভৈরব জয়ন্তী ব্রতের মাহাত্ম্য



 মার্গশীর্ষাসিতাষ্টম্যাং কালভৈরবসন্নিধৌ ।

উপোষ্য জাগরং কুর্ব্বন্ মহাপাপৈঃ প্রমুচ্যতে ॥


[তথ্যসূত্র - স্কন্দমহাপুরাণ/কাশীখণ্ড/ অধ্যায় নং -৩১/শ্লোক নং- ১৪০]

সরলার্থ - 

অগ্ৰহায়ণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কালভৈরবের সন্নিধানে উপবাস করিয়া জাগরণ করিলে মহাপাতক হ‌ইতে মুক্ত হ‌ওয়া যায়।

সংগ্ৰহে ও লেখনীতে - নমিতা রায় দেবীজী 

🚩কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত