ভগবান্ কালভৈরবের ভক্তদের অনিষ্টকারীরা সর্বদা দুঃখ ভোগ করে

 অনেকজন্মনিযুতৈর্যৎকৃতং জন্তুভিস্ত্বঘম্ ।

তৎসর্বং বিলযং যাতি কলভৈরবদর্শনাৎ ॥৬৬॥

কালভৈরবভক্তানং পাতকানি করোতি যঃ ।

স মূঢ়ো দুঃখিতো ভূত্বা পুনর্দূগতিমাপ্নুযাৎ ॥৬৭॥

[তথ্যসূত্র - শিবমহাপুরাণ/শতরুদ্রসংহিতা/ ৯ নং অধ্যায়/ ৬৬,৬৭ নং শ্লোক]

সরলার্থ -

শ্রী কালভৈরবের দর্শনে প্রানীদের দ্বারা লক্ষ জন্মে করা পাপ‌ও লুপ্ত হয়ে যায়।

যিনি তার ভক্তদের অনিষ্ট করতে চেষ্টা করেন, সেই মূর্খ জীব দুঃখ প্রাপ্ত করে বারংবার দুর্গতি ভোগ করে।


সংগ্ৰহে ও লেখনীতে - নমিতা রায় দেবীজী 


🚩কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত