বৈষ্ণবদের জন্য ভস্ম-ত্রিপুণ্ড্র ধারন করা আবশ্যক
অপি বা বৈষ্ণবো মর্ত্য অপি বাপীতরো জনঃ ।
ভস্মস্নায়ী তস্মযুক্তঃ কর্ম্মস্বধিকরোতি বৈ ॥ ১৫১
[তথ্যসূত্র : পদ্মপুরাণ/পাতালখণ্ড/৬৪ অধ্যায়]
🪷 অর্থ — শৈব হোক বা বৈষ্ণব, সকলেই ভস্মধারণ ও ভস্মস্নান করেই (আধ্যাত্মিক) কর্মে অধিকারী হতে পারবে(অন্যথায় নয়)।
🔥 সিদ্ধান্ত — শুধু শৈবরাই নয় বরং বৈষ্ণবদের তথা সকলকেই ভস্মত্রিপুণ্ড্র ধারণ করতে নির্দেশ দিয়েছেন পদ্মপুরাণ, নচেৎ তারা কেউই কোনো আধ্যাত্মিক কর্ম করবার উপযুক্ত হতে পারবেনা। এখান থেকেই প্রমাণিত হয় যে, পরমেশ্বর শিবের শৈবসংস্কৃতিই আদি সনাতনীদের প্রাচীনতম মূল সংস্কৃতি, সেই আদি সনাতনী শৈব আদর্শকে — বৈষ্ণব, শাক্ত, গাণপত্য, সৌর তথা সকলকেই মান্য করতে হয়, এই বিধান স্বয়ং শাস্ত্র দিয়েছে।
©Nandinathshaiva
Copyright from ISSGT


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন