শিব অভিলাষাষ্টক স্তোত্র (শিবমহাপুরাণোক্ত)

 

Shiv Abhilasastak Stotram

মোক্ষপুরী বারাণসী কাশীতে বিশ্বানর মুনির দ্বারা বীরেশ লিঙ্গ অর্চিত হ‌ওয়ার কারণে, পরমেশ্বর শিব অত্যন্ত প্রসন্ন হয়ে একটি বালকরূপে শিবলিঙ্গের উপর নৃত্যরত অবস্থায় দর্শন দেন, তখন বিশ্বানর মুনি যে স্তোত্র উচ্চারণ করে মহেশ্বর কে প্রসন্ন করেছিলেন, সেটিই অভিলাষাষ্টক স্তোত্র নামছ পরিচিত ।


স্ত্রোত্র পাঠের ফল : যে ব্যক্তি এক বছর ধরে শিবের সন্নিকটে বিশ্বানর দ্বারা কথিত এই পুণ্যময় অভিলাষাষ্টক স্তোত্র তিন কাল পাঠ করবেন, তাঁর সমস্ত অভিলাষ গৃহপতি মহাদেব পূর্ণ করবেন। এই স্তোত্রের পাঠ পুত্র, পৌত্র  ও ধনের প্রদাতা, সর্বদা শান্তিকারক, সমস্ত বিপদ বিনাশক, স্বর্গ ও মোক্ষরূপ সম্পত্তির কর্তা ও সমস্ত  কামনাপূরণকারী। এটি নিঃসন্দেহে একাই সর্ব স্তোত্রের‌ সমান।

শিব অভিলাষাষ্টক স্তোত্রটি সংগ্রহ করে International Shiva Shakti Gyan Tirtha — ISSGT-র পক্ষ থেকে প্রথম প্রকাশ করলেন শ্রী নন্দীনাথ শৈবাচার্য জী ।


নমঃ শিবায় ॥

একং ব্রহ্মৈবাদ্বিতীয়ং সমস্তং সত্যং সত্যং নেহ নানাস্তি কিঞ্চিৎ ।

একো রুদ্রো ন দ্বিতীয়োহবতস্থে তস্মাদেকং ত্বাং প্রপদ্যে মহেশম্ ॥ ১

কর্তা হর্তা ত্বং হি সর্বস্য শন্তো নানারূপেম্বেকরূপোহপ্যরূপঃ ।

যদ্বৎ প্রত্যগ ধর্ম একোহপ্যনেকস্তস্মান্নান্য স্বাং বিনেশং প্রপদ্যে ॥২

রজ্জৌ সর্পঃ শুক্তিকায়াং চ রৌপ্যং নরৈঃ পূরস্ত গাখ্যে মরীচৌ ।

যদ্বত্তদ্বদ্বিশ্বগেষ প্রপঞ্চো যস্মিন্ জ্ঞাতে তং প্রপদ্যে মহেশম্ ॥ ৩

তোয়ে শৈত্যং দাহকত্বংচ বহনৌ তাপো ভানৌ শীতভানৌ প্রসাদঃ ।

পুষ্পে গন্ধো দুগ্ধমধ্যেঽপি সর্পির্যত্তচ্ছম্ভো ত্বং ততস্ত্বাং প্ৰপদ্যে ॥ ৪

শব্দং গৃহাস্যশ্রবাস্ত্বং হি জিঘ্রস্যঘ্রাণস্ত্বং ব্যঘ্রিরায়াসি দূরাৎ ।

ব্যক্ষঃ পশ্যেস্ত্বং রসজ্ঞোঽপ্যজিহ্বা কস্ত্বাং সম্যধেত্ত্যতস্ত্বাং প্রপদ্যে ॥ ৫

নো বেদস্ত্বামীশ সাক্ষাদ্ধি বেদ নো বা বিষ্ণুর্নো বিধাতাখিলস্য ।

নো যোগীন্দ্রা নেন্দ্রমুখ্যাশ্চ দেবা ভক্তো বেদ স্বামপস্ত্বাং প্ৰপদ্যে ॥ ৬

নো তে গোত্রং নেশ জন্মাপি নাখ্যা নো বা রূপং নৈব শীলং ন দেশঃ ।

ইত্থম্ভূতোহপীশ্বরস্ত্বং ত্রিলোক্যাঃ সর্বান্ কামান্ পূরয়েস্তদ্ ভজে ত্বাম্ ॥ ৭

ত্বত্তঃ সর্বং ত্বং হি সর্বং স্মরারে ত্বং গৌরীশস্ত্বং চ নগ্নোঽতিশান্তঃ ।

ত্বং বৈ বৃদ্ধস্ত্বং যুবা ত্বং চ বালস্তত্ত্বং যৎ কিং নাস্যতস্ত্বাং নতোহহম্ ॥ ৮

নমঃ শিবায়

নমঃ শিবায়

নমঃ শিবায়ৈ চ নমঃ শিবায় 


[তথ্যসূত্র : শিবমহাপুরাণ/শতরুদ্রসংহিতা/অধ্যায়১৩/শ্লোক নং ৪২–৪৯]

©️ শ্রীনন্দীনাথ শৈবাচার্য (ISSGT)

কপিরাইট ও প্রচারে — International Shiva Shakti Gyan Tirtha - ISSGT

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত