শিবের শৈবাচার অনুষ্ঠিত হতে দেখে পাপীরাই ক্রোধে জ্বলে ওঠে

 

Sinners become envious Shiva

শিবের শৈবাচার অনুষ্ঠিত হতে দেখে পাপীরাই ক্রোধে জ্বলে ওঠে


মহাপাপবতাং নৃণাং পরমাদ্বৈতবেদনে ॥১৩৭

প্রদ্বেষো জায়তে সাক্ষাদ্বেদজন্যে শিবোঽপি চ ।

মহাপাপবতাং নৃণাং শিবজ্ঞানস্য সাধনে ॥১৩৮

সর্বাঙ্গোদ্ধূলনে তির্যক্ত্রিপুণ্ড্র চ ধারণে ।

রুদ্রাক্ষধারণে রুদ্রলিঙ্গস্যৈব তু পূজনে ॥১৩৯

প্রদ্বেষো জায়তে নিত্যং শিবশব্দজপেঽপি চ ।১৪০


[তথ্যসূত্র — স্কন্দপুরাণ/সূতসংহিতা/যজ্ঞবৈভবখণ্ড/উপরিভাগ/(ব্রহ্মগীতা) অধ্যায় ৪]


🪷 অর্থ — ঘোরপাপী ব্যক্তি সর্বদা "পরম অদ্বৈত শৈবজ্ঞান" কে দ্বেষ করে। বৈদিক বানীতে, শিবের উপর, শিবজ্ঞানের চর্চার উপায়কে, ভস্ম ধারণকে, ত্রিপুণ্ড্র তিলক ধারণের উপর, রুদ্রাক্ষধারণে, শিবলিঙ্গপূজা, শিবনাম জপ করতে দেখে এসব শৈব আচার অনুষ্ঠানের উপর একমাত্র পাপীদের‌ই ক্রোধ হয়, হিংসা হয় ।


🔥সিদ্ধান্ত — যে সমস্ত ব্যক্তি পরমেশ্বর শিবকে ও তার শৈব রীতিনীতি মান্যকারী কোনো শৈবব্যক্তি কে দেখে রেগে গিয়ে হিংসে করেন তিনি মহাপাপী , বর্তমানে আমাদের আশেপাশে এমন বহুমানুষ আছেন যারা “শিব ও শৈবাচার” দেখলেই হিংসে করেন, তারা ঘোরপাপী ।


শ্রী নন্দী মহারাজের জয়

শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে 🚩

হর হর মহাদেব 

🔷 লেখনীতে — শ্রী নন্দীনাথ শৈবাচার্য জী

🚩  কপিরাইট ও প্রচার — International Shiva Shakti Gyan Tirtha - ISSGT

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ