অন্যের অপকার করা উচিত নয় — শিবমহাপুরাণের শিক্ষা

 

ইচ্ছেৎপরাপকারং যঃ স তস্যৈব ভবেদ্ ধ্রুবম্ ।

ইতি মৎবাপকারং নো কুর্যাদন্যস্য পূরুষঃ ॥১৬


[তথ্যসূত্র - শিবমহাপুরাণ/রুদ্রসংহিতা/সতীখণ্ড/অধ্যায় ১৯]


অর্থ — যে ব্যক্তি অন্যের অপকার করতে চায়, অবশ্যই প্রথমে তার নিজের‌ই ক্ষতি হবে৷ সুতরাং এই সত্য বিষয়কে চিন্তা করে মনে রাখতে হবে যে, কোনো ব্যক্তির অন্য কোনো ব্যক্তির অপকার করা উচিত নয় ॥১৬


সিদ্ধান্ত — শিবমহাপুরাণ জীবেদের উদ্দেশ্যে সতর্কবানী দিয়ে বলছে যে, কোনো ব্যক্তি যেন অন্যের ক্ষতি করবার চেষ্টা না করে, কারণ অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতিই সবার আগে হয়, একারণে অন্যের কোনোরকম ক্ষতি করা উচিত নয় বলে নির্দেশ দিয়েছে শিবমহাপুরাণ।


© শ্রী নন্দীনাথ শৈবাচার্য 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ