ব্রাহ্মণ সহ বর্ণাশ্রমীরা সেবা করবে অতিবর্ণাশ্রমী শৈবদের

 

Varnashrams including Brahmins will serve the Ativarnashram Shaivites

ব্রাহ্মণ সহ বর্ণাশ্রমীরা সেবা করবে অতিবর্ণাশ্রমী শৈবদের 


তস্মাদ সেব্যা নমস্কার্যাঃ সদা ব্রহ্মবিদস্তথা ॥৩২

বর্ণাশ্রমীবিনির্মুক্তা বর্ণাশ্রমপরায়ণৈঃ ॥৩৩


[তথ্যসূত্র : লিঙ্গপুরাণ/পূর্বভাগ/২৮তম অধ্যায়]


🌷অর্থ — বর্ণাশ্রমের নিয়ম থেকে মুক্ত হয়ে বর্ণাশ্রমের ঊর্দ্ধে উঠে যারা "অতিবর্ণাশ্রমী শৈব" হয়ে গেছেন সেই সমস্ত ব্রহ্মজ্ঞানী/শিবজ্ঞানী শৈবদের সমক্ষে সর্বদাই নত হয়ে নমস্কার সহ সেবা করবে বর্ণাশ্রমী (ব্রাহ্মণ,ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র) গণ ॥৩২-৩৩


🔥 সিদ্ধান্ত — বর্ণাশ্রমের অন্তর্গত যে সমস্ত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রণেরা আছেন, তারা যেন সকলেই অতিবর্ণাশ্রমী শৈব ব্যক্তিদের কাছে নত হয়ে তাদের সেবা করে, কারণ বর্ণশ্রমের নিয়ম থেকে মুক্ত অতিবর্ণাশ্রমী শৈবরা, তারা শিবজ্ঞান লাভ করে ব্রহ্মজ্ঞ হয়ে থাকেন। শিবজ্ঞানী অতিবর্ণাশ্রমী শৈবরা সকলের গুরু, কারণ আত্মজ্ঞান ই সর্বোচ্চ, তাই আত্মজ্ঞানীদের‌ই সেবা করতে বলা হয়েছে, যাতে সেবার দ্বারা বর্ণাশ্রমী ব্যক্তিও অতিবর্ণাশ্রমী শৈবদের কৃপায় শিবজ্ঞান লাভ করে বর্ণাশ্রমের বিধিনিষেধের ঊর্দ্ধে উঠে গিয়ে আত্মজ্ঞানী হতে পারেন।

© নন্দীনাথ শৈব (2024)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত