দয়ানন্দ সরস্বতী নগ্ন হয়ে শরীর টেপাতেন মাঝরাতে ছেলে-মেয়েদের দিয়ে — দাবী করেছেন আর্যসমাজী পণ্ডিত লেখরাম

 Naked Dayananda Saraswati used to have her body massaged by her followers



আর্যসমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতীর অনুসারী আর্যসমাজীরা পরমেশ্বর শিবকে অপমানিত করতে গিয়ে পরমেশ্বর শিবকে নগ্ন বলে পরিহাস করে বেড়ায়।

আর্যসমাজীদের দাবি হল, শিব নাকি নগ্ন হয়ে থাকতেন, তার দেহে কোনো বস্ত্র থাকে না। 

আর দয়ানন্দ সরস্বতী নাকি কলঙ্কহীন, দয়ানন্দ সরস্বতী নাকি নিরেট খুঁতহীন বেদজ্ঞ ব্যক্তি।

আজকে আমি শ্রী নন্দীনাথ শৈব, আপনাদের দেখাবো আর্যসমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী কতটুকু শ্লীল সম্পন্ন ছিলেন।


ॐ গণেশায় নমঃ ॥

ॐ শ্রীগুরুবে নমঃ ॥

ॐ নমঃ শিবায় ॥


আর্যসমাজের বিখ্যাত তথাকথিত বেদজ্ঞ এক পণ্ডিত হলেন লেখরাম।

এই লেখরাম তার গুরু দয়ানন্দ সরস্বতীর জীবনী লিখেছেন হিন্দি ভাষায়, 

সেই পুস্তকটির নাম — महर्षि दयानंद सरस्वतीका जीवन चरित्र

অর্থাৎ বাংলায় — মহর্ষি দয়ানন্দ সরস্বতী কা জীবন চরিত্র


এই “মহর্ষি দয়ানন্দ সরস্বতী কা জীবন চরিত্র” নামক পুস্তকের 

দ্বিতীয়ভাগের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে “হরিদ্বার সে রামনগর তক” প্রসঙ্গের মধ্যে ৯৭ নং পৃষ্ঠাতে বলা হয়েছে, —

“ उस समय रात को डेढ-दो घंटे हम दोनों स्वामी जी के हाथ-पाँव दबाते रहे, इन दिनों भी स्वामी जी नग्न रहते थे

रात को स्वामी जी के ऊपर कोई कपड़ा न था

 অর্থাৎ, বাংলায় —

সেই সময় রাত রাতে দেড় দুই ঘন্টা আমরা দুজন স্বামীজীর হাত পা টিপতাম, এই সময়েও স্বামীজি নগ্ন থাকতেন ।

রাতে স্বামীজীর শরীরে কোনো কাপড় ছিল না ।

পুস্তকের উক্ত পৃষ্ঠার চিত্র 👇



[তথ্যসূত্র : Maharshi Dayanand Saraswati Ka Jivan Charitra Book/by Pt. Lekhram / দ্বিতীয়ভাগ/দ্বিতীয় অধ্যায়/"হরিদ্বার সে রামনগর তক" প্রসঙ্গ/৯৭ নং পৃষ্ঠা]


সরাসরি উক্ত পুস্তকের লেখা দেখে নিন অনলাইনে এখানে ক্লিক করে 👇

महर्षि दयानंद सरस्वतीका जीवन चरित्र


এবার আসি প্রভু শিবের বিষয়ে,

শাস্ত্র অনুযায়ী, পরমেশ্বর শিব ব্যাঘ্রচর্ম অর্থাৎ বাঘছালকে ধারণ করে রয়েছেন বস্ত্র হিসেবে,  শিবমহাপুরাণের কোটিরুদ্র সংহিতার ৩৬তম অধ্যায়ের ২৬নং শ্লোকের মধ্যে প্রভু শিব কে ব্যাঘ্রচর্মাম্বর বলে সম্বোধন করা হয়েছে। সুতরাং প্রভু পরমেশ্বর শিব‌ কখনোই উলঙ্গ নন। তিনি বাঘছাল পরিধান করেন, শাস্ত্রের বচন অনুযায়ী সেটিই আমরা জানতে পারলাম। 


কি হে ! দয়ানন্দ সরস্বতীর অন্ধভক্ত আর্যসমাজীগণ !

কে নগ্ন হল তাহলে ? 

এখন বলুন দয়ানন্দ সরস্বতী কি নিষ্কলঙ্ক অক্ষুন্ন ব্যক্তি ? 

সুতরাং প্রভু শিবকে যারা গর্দভেরা নগ্ন বলে পরিহাস করে তাদের যে বুদ্ধি ভ্রষ্ট হয়েছে ।


কিন্তু গর্দভ আর্যসমাজীদের গুরু দয়ানন্দ সরস্বতী যে বস্ত্রহীন অবস্থায় নগ্ন হয়ে থাকতেন তা প্রমাণিত হল দয়ানন্দ সরস্বতীর অনুসারী আর্যসমাজী লেখরাম জীর লেখা পুস্তক থেকে।

এবার দয়ানন্দ সরস্বতীর অনুসারী আর্যসমাজীদের কাছে আমার কয়েকটি প্রশ্ন করছি, বলুন আর্যসমাজীরা  !


১) নগ্ন হয়ে থাকবার পেছনে কোন বেদের নির্দেশ রয়েছে ?


২) কেবলমাত্র রাতের বেলায় নগ্ন হয়ে থাকবার প্রয়োজনীয়তা কি ছিল দয়ানন্দ সরস্বতীর ?


৪) দয়ানন্দ সরস্বতীর নগ্ন হয়ে ছেলেমেয়ে দিয়ে হাত পা টেপাতো কেন ?


৫) দয়ানন্দ সরস্বতী কে অনুসরণ করে আর্যসমাজীরা কি রাতে নগ্ন হয়ে থাকে ?


৬) দয়ানন্দ সরস্বতীর নগ্ন হয়ে থাকাটা কি দয়ানন্দ সরস্বতী কে বেদজ্ঞ প্রমাণ করে ?


৭) দয়ানন্দ সরস্বতী সনাতন ধর্মের অনান্য গুরুদের সুবিধাবাদী বলেছেন, নিন্দা করেছেন। অথচ দয়ানন্দ সরস্বতী প্রতিদিন দেড়/দুই ঘন্টা ধরে গা হাত পা টেপাতো কেন শিষ্য/শিষ্যাদের দিয়ে ?

অনান্য সনাতনী আচার্য দের শিষ্যগণ নিজের আচার্য/গুরুর সেবা করলে দয়ানন্দের চোখের সেটা দোষ, কিন্তু দয়ানন্দের গা হাত পা টিপলে সব দোষ মাপ হয়ে যায় নাকি ?


৮) মাঝরাতে দয়ানন্দ সরস্বতী নগ্ন হয়ে তার শিষ্য/শিষ্যাদের দিয়ে কি শুধু হা পা ই টেপাতো নাকি আরো কিছু টেপাতো........... ? 😜😬


৯) দয়ানন্দ সরস্বতী তো অবৈদিক "অঘোরী অবধূত" নন, তাহলে তিনি নিজেকে বেদের পরিপন্থী বলে দাবী করে কেন অঘোরীঅবধূত সাধুদের মতো নগ্ন হতে গেলেন ? 


১০) নগ্ন যদিওবা হলেন তার উপর তিনি তার শিষ্য/শিষ্যাদের সামনেই নগ্ন হয়ে তাদের দিয়েই ঐ নগ্ন বস্ত্রহীন দেহ টেপাতেন ? 

অঘোরীঅবধূত সাধুরা তো এসব টেপাটিপি করায় না কখনোই, তাহলে দয়ানন্দ সরস্বতী এত বড় তথাকথিত বেদজ্ঞ আদর্শ মহর্ষি‌ হয়ে কি করে নগ্ন দেহকে মালিশ করালেন ?

লজ্জা কি জিনিষ তা বুঝি দয়ানন্দ সরস্বতী জানতেন না ।

তা বেশ, দয়ানন্দ সরস্বতীর অনুসারী আর্যসমাজীরা আশা করি আর কখনো আমাদের শৈবদের আরাধ্য প্রভু পরমেশ্বর শিব‌ কে নিয়ে কটুক্তি করবার সাহস দেখাবেন না। কারণ, আপনাদের গুরু দয়ানন্দ সরস্বতী নিজেই নগ্ন হয়ে থাকতেন দিনের পর দিন । 

এই সময়েও স্বামীজি নগ্ন থাকতেন । 😁

অর্থাৎ দয়ানন্দ সরস্বতীর বহুদিনের অভ্যাস এই ল্যাংটা হয়ে থাকা টা । যা ঐ পুস্তকের লেখা থেকেই স্পষ্ট। 


শেষতম প্রশ্ন, বর্তমানকালের আর্যসমাজীরাও কি তাদের বর্তমানের তথাকথিত বেদজ্ঞ আর্যসমাজী গুরুরটাও এভাবেই টিপে দেয় ? 


যাই হোক  ,  অন্তিম সিদ্ধান্ত —

পরমেশ্বর শিব সর্বদাই নিষ্কলঙ্ক, ব্যাঘ্রচর্ম আচ্ছাদিত,

আর্যসমাজীদের গুরু দয়ানন্দ সরস্বতীর মতো দেবদেবীর নিন্দুক, শিবনিন্দুক, অসনাতনী ব্যক্তিই হল নগ্ন ও সর্বদাই কলঙ্কিত ।


সমস্ত সনাতনীরা এই দয়ানন্দ সরস্বতী ও তার অনুসারী আর্যসমাজীদের থেকে সাবধান থাকুন।

পুরাণ শাস্ত্র কে নিন্দা করবার জন্য পুরাণ শাস্ত্রের অর্ধ শ্লোক নিয়ে বহু অপপ্রচার করে ফেলেছে আর্যসমাজীরা, এবার শুধু জবাব দেবার পালা।

আমরা শৈব সনাতনীরা থাকতে সনাতন ধর্মের ও পরমেশ্বর শিবের অপমান হতে দেবো না কখনোই, যোগ্য জবাব দিতে আমরা শৈব রা সর্বদাই প্রস্তুত রয়েছি। 


শ্রীনন্দীকেশ্বরায় নমঃ 

শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে 🚩

হর হর মহাদেব 🚩


🔥অপপ্রচার দমনে — শ্রী নন্দীনাথ শৈব আচার্য 

©️কপিরাইট ও প্রচারে — International Shiva Shakti Gyan Tirtha - ISSGT

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত