শৈব আগম শাস্ত্র বৈদিক ও তা সর্বোচ্চ শাস্ত্র — বলছে বেদ স্বয়ং

 

Shaiva Agama Vedic Shastra


মুক্তিকা উপনিষদের মধ্যে দ্বিতীয় অধ্যায়ের ৫নং মন্ত্রে ১০৮ উপনিষদের মধ্যেঅন্নপূর্ণা উপনিষদ” একটি অন্যতম উপনিষদ, 

प्रश्नमुण्डकमाण्डुक्याथर्वशिरोऽथर्वशिखाबृहज्जाबाल-
नृसिंहतापनीनारदपरिव्राजकसीताशरभमहानारायण-
रामरहस्यरामतापनीशाण्डिल्यपरमहंसपरिव्राजक-
अन्नपूर्णासूर्यात्मपाशुपतपरब्रह्मत्रिपुरातपनदेवीभावना-
ब्रह्मजाबालगणपतिमहावाक्यगोपालনামের বলা হয়েছেतपनकृष्णहयग्रीव-
दत्तात्रेयगारुडानामथर्ववेदगतानामेकत्रिंशत्संख्याकाना-
मुपनिषदां भद्रं कर्णेभिरिति शान्तिः ॥ ५॥

এবার দেখুন 
অন্নপূর্ণা উপনিষদের ৩ নং অধ্যায়ের মন্ত্র সংখ্যা ২১ নং এ বলা হয়েছে —

শিবঃ শৈব আগমস্থানাং কালঃ কালৈকবাদিনাম্ ।

যৎ সর্বশাস্ত্রসিদ্ধান্তং যৎ সর্বহৃদয়ানুগম্ ॥২১

[তথ্যসূত্র — অথর্ব-বেদ/অন্নপূর্ণা উপনিষদ/৩ নং অধ্যায়/মন্ত্র ২১]


🌷 সরলার্থ — শৈব আগমে বর্ণিত হ‌য়েছে যেই পরমেশ্বর শিবের বিষয়বস্তু তথা যেখানে শিবতত্ত্ব বর্ণনা রয়েছে, সেই শৈব আগম শাস্ত্র কালৈকবাদিরও কাল এবং ইহাই সমস্ত শাস্ত্রের সিদ্ধান্তসার স্বরূপ ও সকলের হৃদয়ের অনুগত তথা শুভকারক।


🔥 সিদ্ধান্ত — শৈব আগম শাস্ত্র সমস্ত শাস্ত্রের মধ্যে সিদ্ধান্ত রূপী সর্বোত্তম, এই শৈবাগমেই পরমেশ্বর শিবের সম্পর্কে বিস্তারিত জানা যায়, সাক্ষাৎ বেদশাস্ত্র একথা স্বীকার করে নিয়ে শৈব আগমের গুণগান করছে, সুতরাং শৈব আগমকে কোনোভাবে অবৈদিক বলা যাবে না। যারা শৈব আগমকে সর্বোপরি না মানে তারা সনাতনী নয়।


• শৈব আগম শাস্ত্রগুলিকে অবৈদিক বলা বৈষ্ণবদের দাবী খণ্ডিত হল ।

• আর্যসমাজীরা বেদের আধারে সকলকে নিকৃষ্টতম দাবী করতো, বেদ অনুযায়ী ই শৈব আগম সর্বোচ্চ প্রমাণিত হল।

বেদ — শ্রুতি

 শৈব আগম — মহাশ্রুতি,

মহাশ্রুতি শৈব আগম শাস্ত্র আমাদে শৈব দের কাছে সর্বাগ্রে মান্য।

তাই আর্যসমাজীদের দাড় করানো বেদের আধরে সকল তথাকথিত বেদবাদ এখানে নস্যাৎ হল, কারণ শৈবদের জন্য শৈব আগম শাস্ত্র ই সর্বোচ্চ ও সর্বোপরি প্রমাণ, তাই বেদের দোহাই দিয়ে কোনো ভাবেই শৈবদের সিদ্ধান্ত খণ্ডন করা সম্ভব নয় । বরং আর্যসমাজীদের যেহেতু শৈব আগমের ভাষ্য তো দূরের কথা শৈব আগম শাস্ত্র কি ? তা আর্যসমাজীরা জানে না, একারণে আমদের শৈবদের কাছে মূর্তিপূজা বিরোধী আর্যসমাজীরা সর্বদাই শাস্ত্র পঠনপাঠনের‌ও অযোগ্য বলে বিবেচিত । 

                                  ~ শ্রী নন্দীনাথ শৈব আচার্য 

© #ISSGT 

✍️লেখনীতে — শ্রী নন্দীনাথ শৈব আচার্য জী 

🚩 কপিরাইট ও প্রচারে — ©International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 

শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে 🚩

হর হর মহাদেব 🚩


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত