পরমেশ্বর কে ❓ ব্রহ্মসংহিতা v/s বেদ

Who is Parameshwar according to Vedas


🚫 বৈষ্ণব দের দাবী —

ব্রহ্ম সংহিতার ৫/১-এ বলা হয়েছে —

ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ । অনাদিরাদির্গোবিন্দঃ সর্বকারণকারণম্ ৷

তাই, শ্রীকৃষ্ণই পরমেশ্বর, শিব পরমেশ্বর নয় ।


🔥 শৈব সনাতনীদের উত্তর —

সাক্ষাৎ কৃষ্ণ-যজুর্বেদ/ তৈত্তিরীয় আরণ্যক / ১০ম প্রপাঠক/২১ নং অনুবাক -এ বলা হয়েছে –

ॐ ঈশানঃ সর্ববিদ্যানাং ঈশ্বরঃ সর্বভূতানাং ব্রহ্মাধিপতির্ব্রহ্মণোহধিপতির্ব্রহ্মা শিবো মে অস্তু সদাশিবোম্‌ ॥

(International Shiva Shakti Gyan Tirtha

-ISSGT)

অর্থাৎ, পরম ঈশ্বর হল - ঈশান-শিব সর্বশক্তিমান, সবকিছুর মধ্যেই তিনি আছেন, তিনি ব্রহ্মা-নারায়ণ সহ সকলের কর্তা, সেই ॐ-কার স্বরূপ পরমেশ্বর সদাশিব যেন সকলের প্রতি মঙ্গল করেন।

সিদ্ধান্ত —

ব্ৰহ্ম সংহিতা কোনো পুরাণ শাস্ত্র, ইতিহাস শাস্ত্র, তন্ত্র শাস্ত্র বা বেদ শাস্ত্রের অংশ নয়, তাই নকল পুস্তকের মধ্যে যা বলা থাকুক, তা সনাতন ধর্মের শাস্ত্র বলেই গণ্য হয় না, তাই ব্রহ্মসংহিতার কথা অমান্য ।

 যদি কেউ বলেন, ব্রহ্মসংহিতা পঞ্চরাত্র আগমের অংশ, তবে জেনে নিন, পঞ্চরাত্র আগমগুলিও মায়া শাস্ত্র, যা বেদ বিরুদ্ধ (কূর্মপুরাণ/ পূর্বভাগ/অ.১৬ ও স্কন্দপুরাণ/সূত.সং./যজ্ঞবৈভবখণ্ড/অ.৩২)

যা বেদের বাণীর বিপরীত কথা বলতে তা অগ্রাহ্য (ব্যাস স্মৃতি শাস্ত্র/১/৪) তাই ব্রহ্মসংহিতা পুস্তকের কথা গ্রহণযোগ্য নয়, একমাত্র প্রভু শিব পরমেশ্বর ।


অপপ্রচার দমনে — শ্রী নন্দীনাথ শৈব আচার্য জী 

কপিরাইট ও প্রচারে — ©International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত