প্রভু শিবকে কি ভগবান বলা যাবে না ❓

 

Lord Shiv can not be called Bhagwan ?


প্রভু শিবকে কি ভগবান বলা যাবে না ❓


বৈষ্ণবেরা বলেন —

কৃষ্ণ‌ই একমাত্র ভগবান,

শিব ভগবান নন ।


সনাতন ধর্মের “বেদ শাস্ত্র” বলে রেখেছে —

সর্বব্যাপী স ভগবানঃ তস্মাৎ সর্বগতঃ শিবঃ

[কৃষ্ণ-যজুর্বেদ/শ্বেতাশ্বতর উপনিষদ/অধ্যায় ৩/মন্ত্র ১১]

অর্থ — সর্বত্র সবকিছুতেই ব্যাপ্ত যিনি, সেই (আমাদের) 

আত্মাই সকলের অন্তরে স্থিত পরমেশ্বর ভগবান শিব


সিদ্ধান্ত : প্রভু শিব স্বয়ং পরমেশ্বর হ‌ওয়া সত্ত্বেও ভগবান শব্দের দ্বারাও সম্বোধিত হতে পারেন, এ কথা স্বয়ং বেদ শাস্ত্র বলছে । তবে ভগবান শব্দের দ্বারা নির্দিষ্ট করে শুধুমাত্র একজনকে নয়, বিভিন্ন ব্যক্তিকে সম্বোধন করা যায়, যে ব্যক্তি মধ্যে “সম্পদ, শক্তি, যশ, সৌন্দর্য, জ্ঞান, বৈরাগ্য -এই ৬টি ঐশ্বর্য আছে তাকে ভগবান বলা যায়। কিন্তু যিনি পরমেশ্বর, তার ঐশ্বর্য অনন্ত, তাই সবাই পরমেশ্বর হতে পারেন না, সুতরাং প্রভু শিব ভগবান তো বটেই, তিনিই একমাত্র পরমেশ্বর ।


🌷 প্রভু শিবকে বৈষ্ণবেরা ভগবান শব্দের দ্বারা সম্বোধন করতে নিষেধ করে, শিব নাকি ভগবান নন, এসব গুজবের অবসান ঘটিয়ে দেওয়া হল বেদবানী থেকে ।

©️শ্রী নন্দীনাথ শৈব আচার্য জী (২০২৪)

শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে 🚩 

হর হর মহাদেব 🚩 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত