কল্কিদেবকৃত মহেশ্বরস্তোত্রম্ (কল্পিপুরাণোক্ত)

কল্কিদেবকৃত মহেশ্বরস্তোত্রম্


♣এই স্তোত্রটি পুনরুদ্ধার করেছেন — শ্রী নন্দীনাথ শৈবাচার্য জী 


পরমশৈব শ্রীবিষ্ণুর দশম অবতার হলেন শ্রীকল্কিদেব। ইনি কলিযুগের অন্ত করতে আবির্ভূত হবেন। শ্রীবিষ্ণুর মতো তার প্রায় প্রত্যেক অবতার পরমেশ্বর শিবের চরম ভক্ত ছিলেন।ওনারা সর্বদাই পরমেশ্বরের আরাধনার মাধ্যমে নিজেদের অবতার গ্রহণের উদ্দেশ্য পূর্ণ করেছিলেন।ঠিক তেমন ভাবে এই হরিরূপী কল্কিদেবও পরমেশ্বর শিবের আরাধনা করবেন এবং পরমেশ্বর মহাদেবের স্তব করবেন বলে কল্কিপুরাণে ভবিষ্যত বানী করা হয়েছে। মহাদেবের বরদানের ফলে পরমশৈব শিরোমণি কল্কিদেব কলিযুগের অবসান ঘটাবেন। অতএব পরমেশ্বর মহাদেবের আশীর্বাদ ভিন্ন কেহই তার নিজের উদ্দেশ্য সফল করতে পারেন না। তাই কল্কিদেবও সেই নিয়মের উল্লঙ্ঘন করেননি। তিনিও শিবারাধনা করেন। 

এই হল সেই পরমশৈব শ্রীকল্কিদেবের মুখনিঃসৃত মহেশ্বরস্তোত্রম্ -


গৌরীনাথং বিশ্বনাথং শরণং

ভূতাবাসং বাসুকীকণ্ঠভূষম্ । 

ত্র্যক্ষং পঞ্চাস্যাদিদেবং পুরাণং

বন্দে সান্দ্রানন্দসন্দোহদক্ষম্ ॥ ১ ॥ 

যোগাধীশং কামনাশং করালং

গঙ্গাসঙ্গক্লিন্নমূর্দ্ধানমীশম্ ।

জটাজূটাটোপরিক্ষিপ্তভাবং

মহাকালং চন্দ্ৰভালং নমামি ॥ ২ ॥ 

শ্মশানস্থং ভূতবেতালসঙ্গং

নানাশাস্ত্রৈঃ খড়গশলাদিভিশ্চ । 

ব্যপ্রাত্যুগ্রা বাহবো লোকনাশে যস্য ক্রোধোদ্ধূতলোকোঽস্তমেতি ॥ ৩ ॥

যে ভূতাদিঃ পঞ্চভূতৈঃ সিসৃক্ষুঃ

তন্মাত্ৰাত্মা কালকৰ্ম্মস্বভাবৈঃ । 

প্রহৃত্যেদং প্রাপ্য জীবত্বমীশো ।

ব্ৰহ্মানন্দো রমতে তং নমামি ॥ ৪ ॥ 

স্থিতৌ বিষ্ণুঃ সৰ্বজিষ্ণুঃ সুরাত্মা

লোকান্ সাধূন্ ধর্মসেতুন্ বিভর্ষি । 

ব্ৰহ্মাদ্যাংশে যোঽভিমানী গুণাত্মা ।

শব্দাদ্যঙ্গৈস্তং পরেশং নমামি ॥ ৫ ॥

যস্যাজ্ঞয়া বায়বো বান্তি লোকে

জ্বলত্যগ্নিঃ সবিতা যাতি তপ্যন্ ।

শীতাংশুঃ খে তারকৈঃ সগ্রহৈশ্চ

প্ৰবৰ্ত্ততে তং পরেশং প্রপদ্যে ॥ ৬ ॥

যস্যাশ্বাসাৎ সৰ্বধাত্রী ধরিত্রী

 দেবো বৰ্ষত্যম্বু কালঃ প্ৰমাতা ।

মেরুর্মধ্যে ভুবনানাঞ্চ ভর্ত্তা

তমীশানং বিশ্বরূপং নমামি ॥ ৭ ॥

(কল্কিপুরাণ/অধ্যায়-তৃতীয়/শ্লোক নং : ১৪-২০)


ইতি কল্কিস্তবং শ্রুত্বা 

শিবঃ সৰ্বাত্মদর্শনঃ । 

সাক্ষাৎ প্ৰাহ হসন্নীশঃ 

পাৰ্বতীসহিতোঽগ্রতঃ । ২১


--------------------------🙏🙏🙏----------------------------


বাংলা অর্থ - 


পরমশৈব কল্কিদেব বললেন,


যিনি গৌরীনাথ, বিশ্বনাথ, সকলের একমাত্র শরণ্য, ভূতসমুদায়ের আবাস ও বাসুকী যার কণ্ঠভূষণ, যিনি ত্রিনয়ন ও পঞ্চবদন, সান্দ্ৰ আনন্দসন্দোহ দাতা সেই পুরাণ আদি দেবকে নমস্কার ।১৪


যিনি যােগের অধীশ্বর, যিনি কাম্য কৰ্ম্মের নাশক, যিনি করাল, ও গঙ্গাসঙ্গমে যার মস্তক সর্বদা সিক্ত রহিয়াছে, যিনি জটাজুট দ্বারা অপূর্ব ভাব ধারণ করেছেন, যিনি মহাকাল, যার ললাটে চন্দ্রকলা শোভা পাচ্ছে, সেই ঈশ্বরকে নমস্কার করি ।১৫


ভূতগণ ও বেতালগণের সাথে যিনি সর্বদা শ্মশানে বাস করেন, যার হাতে খড়্গ শূল প্রভৃতি নানা অস্ত্র শস্ত্র শােভা পাচ্ছে, প্রলয়কালে সমুদায় লােক যার ক্রোধাগ্নিতে অহুত ও অস্তমিত হবে ।১৬ 


যিনি ভূতাদি অর্থাৎ তামস অন্ধকারস্বরূপ ও পঞ্চতন্মাত্রস্বরূপ হয়ে অদৃষ্ট ও কাল সহকারে সৃষ্টি করেন, যিনি জীবত্ব প্রাপ্ত হয়ে সমুদায় পরিহার পূর্বক ব্ৰহ্মানন্দে রত হন, সেই ঈশ্বরকে নমস্কার করি ।১৭


যিনি জগতের রক্ষার জন্য দেবাত্মা সৰ্বজিষ্ণু বিষ্ণুরূপ ধারণ করে ধৰ্মের সেতুম্বরূপ সাধু লােক আদিদের পালন করছেন, যিনি শব্দাদি রূপে গুণাত্মা হয়ে ব্রহ্মাভিমানী হচ্ছেন, সেই পরমেশ্বকে নমস্কার ।১৮ 


যার আজ্ঞানু সারে জগতে বায়ু বহন করছেন, অগ্নি প্রজ্বলিত হচ্ছেন, সূৰ্য্য তাপ ( ও আলােক ) বিস্তার করছেন, চন্দ্র, গ্রহ ও তারাগণ আকাশে ধাবমান হচ্ছেন, সেই পরমেশ্বরের শরণাপন্ন হই ।১৯


যার আদেশ অনুসারে ধরিত্রী সকলকে ধারণ করছেন, দেবগণ বৃষ্টি করতে প্রবৃত্ত হচ্ছেন, কাল কাৰ্য্যবিভাগ করছেন, সমস্ত ভুবনের আধারস্বরূপ মেরু মধ্যস্থলে অবস্থিত রয়েছেন, সেই বিশ্বরূপ ঈশানকে নমস্কার করি ।২০


🙏🙏🙏ইতি কল্কিকৃত মহেশ্বরস্তোত্রম্ 🙏🙏🙏


সর্বজ্ঞ শিব কল্কির এই স্তব শ্রবণ করে জগজ্জননী পার্বতী দেবীর সাথে সম্মুখে আবিভূত হলেন এবং হাস্য করে বলতে আরম্ভ করলেন |২১


তিনি প্রথমত : প্রীতিপূৰ্ব্বক নিজের হাত দ্বারা কল্কির সমস্ত অবয়ব(মনুষ্যদেহ) স্পর্শ করে বললেন, শ্রেষ্ঠ ! তুমি কোন বর কামনা করো ? বলো ॥২২ 


তুমি যে এই স্তব করলে, পৃথিবীর মধ্যে তােমার কৃত এই স্তব যে ব্যক্তি পাঠ করবে, ইহলােকে ও পরলােকে তার সমুদায় কাৰ্য্য সিদ্ধি হবে ।২৩ 


এবং যিনি বিদ্যার্থী তিনি বিদ্যালাভ করবেন ,

যিনি ধৰ্মার্থী তিনি ধর্ম প্রাপ্ত হবেন, যিনি ভােগ্য বস্তু চান, তিনি ভােগ্য বস্তু লাভ করবেন। ত্বৎকৃত এই স্তব শ্রবণ করুন বা পাঠ করুন, উভয় প্রকারেই উক্ত প্রকার ফল হবে।


লেখনীতে — শ্রী নন্দীনাথ শৈব আচার্য জী 

কপিরাইট ও প্রচারে — International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

ত্রিপু্রোৎসব দীপপ্রজ্জ্বলন রীতি – স্কন্দমহাপুরাণোক্ত