মাছ-মাংস ভক্ষণ করবার অনুমতি দিয়েছে “সনাতন ধর্মের শাস্ত্র”

Eating meat and fish is permitted by the “scriptures of Sanatan Dharma”.


 মাছ-মাংস ভক্ষণ করবার অনুমতি দিয়েছে “সনাতন ধর্মের শাস্ত্র”


মাছ খাওয়ার অনুমতি -

রাজীবান(শফরং) সিংহতুণ্ডাংশ্চ তথা পাঠীনরোহিতে। মৎস্যাশ্চৈতে সমুদ্দিষ্টা ভক্ষণীয়া মুনীশ্বরাঃ ॥ ৩৯

[তথ্যসূত্র – কূর্মপুরাণ/উপরিভাগ/(ব্যাসগীতা)/১৭ অধ্যায়]

-

অর্থ – হে মুনিগণ ! রাজী সিংহতুণ্ড (শকুলমৎস্য), পাঠীন ও রোহিত(রুই) ইত্যাদি মাছ সমূহ ভক্ষণ করা উত্তম ।

International Shiva Shakti Gyan Tirtha

©শ্রী নন্দীনাথ শৈব আচার্য (2024)


মাংস খাওয়ার অনুমতি -

শশকঃ কচ্চপো গোধা শ্বাবিৎ খড়েগাহথ পুত্ৰক ৷৷ ২

ভক্ষ্যা হোতে তথা বর্জ্যো গ্রামশূকর-কুক্কুটৌ ।..॥৩

[তথ্যসূত্র – মার্কণ্ডেয় পুরাণ/৩৫ অধ্যায়]

অর্থ – শশক(খরগোশ), কচ্ছপ, গোধা, সজারু ও খড়্গযুক্ত প্ৰানী ইত্যাদির মধ্যে ইচ্ছানুসারে মাংস ভক্ষণ করা যাবে। বর্জ্য পদার্থ গ্রহণ করবার কারণে গ্রাম্য শূকর ও গ্রাম্য কুক্কুট ত্যাগ করে বন্য শূকর ও বন্য মোরগ/মুরগী জাতীয় প্রাণীর মাংস ভক্ষণ করা উত্তম । 


ভগবদ্গীতা বলছে —

যঃ শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ।

ন স সিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরাং গতিম্ ॥ ২৩

[তথ্যসূত্র – ভগবদ্ গীতা/অধ্যায় ১৬/২৩ নং শ্লোক]

অর্থ — যে ব্যক্তি শাস্ত্রের দেওয়া আদেশ মান্য না করে নিজের যা ইচ্ছা তাই করে, সেই ব্যক্তি না কোনো সুখ পান আর না তার পরমগতি(মুক্তিলাভ) হয় ॥ ২৩


🔥 সিদ্ধান্তযেহেতু শাস্ত্র যাছ-মাংস ভক্ষণে অনুমোদন করেছে, তাই এতে কোনো পাপ নেই।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ