বেদের গায়ত্রী মন্ত্রের দেবতা — পরমেশ্বর সদাশিব

Who is the deity of Gayatri Mantra?


বেদের গায়ত্রী মন্ত্রের দেবতা কে ?

উত্তর — গায়ত্রী রহস্য উপনিষদের ২নং মন্ত্রে পরিষ্কার করে বলা হয়েছে যে — রুদ্র‌ই  সেই দেবতা, যিনি মূলত পরমপুরুষ সদাশিব । দেখুন 👇 


ॐ ভূরিতি ভুবো লোকঃ । ভুব ইত্যন্তরিক্ষলোকঃ । স্বরিতি স্বর্গলোকঃ । মহ ইতি মহর্লোকঃ । জন ইতি জনোলোকঃ ।তপ ইতি তপোলোকঃ । সত্যমিতি সত্যলোকঃ । তদিতি তদসৌ তেজোময়ং তেজোঽগ্নির্দেবতা । সবিতুরিতি সবিতা সাবিত্রমাদিত্যো বৈ । বরেণ্যমিত্যত্র প্রজাপতিঃ । ভর্গ ইত্যাপো বৈ ভর্গঃ । দেবস্য ইতীন্দ্রো দেবো দ্যোতত ইতি স ইন্দ্রস্তস্মাৎ সর্বপুরুষো নাম রুদ্রঃ । ধিমহীত্যন্তরাত্মা । ধিয় ইত্যন্তরাত্মা পরঃ । য ইতি সদাশিবপুরুষঃ । নো ইত্যস্মাকং স্বধর্মে । প্রচোদয়াদিতি প্রচোদিতকাম ইমান্ লোকান্ প্রত্যাশ্রয়তে যঃ পরো ধর্ম ইত্যেষা গায়ত্রী ॥ ২ 

[তথ্যসূত্র — গায়ত্রীরহস্য উপনিষদ/২নং মন্ত্র]

✅ অর্থ — ॐ ভূঃ -এটি ভূলোকের বাচক, ভুবঃ - অন্তরিক্ষ বাচক, স্বঃ-স্বর্গলোকের বাচক, মহঃ-মহর্লোকের বাচক, জনঃ-জনোলোকের বাচক, তপঃ - তপোলোক, সত্যম্ - সত্যলোকের বাচক, তৎ - তেধস্রূপ অগ্নির, সবিতুঃ - সূর্য বাচক, বরেণ্যং - প্রজাপতির, ভর্গ -আপঃ জলের, দেবস্য - যিনি তেজস্বী দেব ইন্দ্র নামের পরম ঐশ্বর্যের দ্যোতক সেই সর্বপুরুষের নাম ‘রুদ্র’ বলে প্রখ্যাত, ধীমহী - এটি অন্তরাত্মার, ধিয়ঃ - সেই দ্বিতীয় স্বরূপ পরব্রহ্ম, যঃ - এটি সেই পরব্রহ্মপুরুষ দেব সদাশিবের বাচক, নঃ - যা নিজ স্বরূপধর্মের এইভাবে যথাযথভাবে প্রকৃত স্বরূপ বোধ করায়। প্রচোদয়াৎ - এটি সেই প্রেরণার বাচক, যে ধর্ম সকলকে সেই পরমেশ্বরের চেতনায় পরম আশ্রয় দেয় - এই সেই গায়ত্রী ॥ ২


এছাড়াও বেদের সংহিতা ভাগেও বলা হয়েছে যে, গায়ত্রী মন্ত্র পরমেশ্বর শিবের‌ই স্বরূপ —

প্রয়তঃ প্রণবো নিত্যং পরমং পুরুষোত্তমম্ ।

ওঙ্কারং পরমাত্মনং তন্মে মনঃ শিবসংকল্পমস্ত ॥ ২০

যো বৈ বেদাদিষু গায়ত্রী সর্বব্যাপীমহেশ্বরাৎ ।

তদ্বিরুক্তং তথাদ্বৈশ্যং তন্মে মনঃ শিবসংকল্পমস্তু ॥ ২১

[তথ্যসূত্র - ঋগ্বেদ সংহিতা/আশ্বলায়ণশাখা/১৭১/১০ এবং

ঋগ্বেদ সংহিতা/খিলানি/চতুর্থ অধ্যায়/১১ নং খিলা]

✅ অর্থ — যিনি নিত্য, প্রণব, পরম, পুরুষোত্তম, সাক্ষাৎ ॐ কার এবং পরমাত্মা, যিনি সাক্ষাৎ সমগ্র বেদের গায়ত্রীস্বরূপ, যিনি সর্বব্যাপী মহেশ্বর বলে উক্ত হয়েছেন, সেই অদ্বিতীয় শিবের প্রতি মন সংকল্পিত হোক ॥২০-২১


♦️ সিদ্ধান্ত — বিষ্ণু বা অন্য দেবদেবী নয়, স্বয়ং প্রভু শিব‌ই গায়ত্রী মন্ত্রের দেবতা ।



🔥 সত্য উন্মোচনে — শ্রী নন্দীনাথ শৈব আচার্য জী 

© কপিরাইট ও প্রচারে — International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

পরমেশ্বর শিব বৈষ্ণব নন