ॐ কার

 🔴 সম্পূর্ণ বেদের আদি হলো প্রণব তথা শিবের (পরমেশ্বরের) বাচক‌ও হলো প্রণব। এটি শ্রেষ্ঠ মন্ত্র মন্ত্রের রাজাধিরাজ তথা মহাবীজ স্বরূপ।

 প্রণব-ই শিব আর শিব‌-ই প্রণব ।

কারণ বাচক আর বাচ্যের মধ্যে কোনো ভেদ নেই। 


[কৈলাসসংহিতা/১৩নং অধ্যায়/৬০-৬১নং শ্লোক]


🔴 সুব্রহ্মণ্য বলেন - প্রণবার্থপ্রজ্ঞানরূপ একটি বিষয়ের ছয় প্রকার তাৎপর্য রয়েছে। 

প্রথমত মন্ত্ররূপ অর্থ, দ্বিতীয়ত যন্ত্ররূপ অর্থ, তৃতীয়ত দেবতাবোধক অর্থ, চতুর্থত প্রপংচরূপ অর্থ, পঞ্চমত গুরু রূপ দেখানো অর্থ এবং ষষ্ঠত শিষ্য স্বরূপ বোধক অর্থ। 

        প্রথম স্বর অকার, দ্বিতীয় স্বর উকার, পঞ্চম বর্গের অন্তিম বর্ণ মকার, বিন্দু এবং নাদ - এই পাঁচটি বর্ণ‌ই বেদের দ্বারা ॐ কারের মধ্যে বলা হয়েছে। এগুলির সমষ্টি রূপ ॐ কার কেই বেদের আদি বলা হয়েছে। নাদ হলো সর্বসমষ্টি রূপ আর বিন্দুর সাথে যে চারটি বর্ণের সমূহ রয়েছে তা শিব বাচক প্রণবের মধ্যে বৈশিষ্ট্য রূপে প্রতিষ্ঠিত। 


[কৈলাসসংহিতা/১৪নং অধ্যায়/১০-১৪ নং শ্লোক]


🔴 শিবের যা পরাশক্তি, তার থেকে চিৎশক্তি প্রকটিত হয়। চিৎশক্তি থেকে আনন্দ শক্তির প্রাদুর্ভাব হয়, আনন্দ শক্তি থেকে ইচ্ছাশক্তির উদ্ভব হয়েছে, ইচ্ছাশক্তি থেকে জ্ঞানশক্তি এবং জ্ঞানশক্তি থেকে পঞ্চম ক্রিয়াশক্তি প্রকটিত হয়েছে। চিৎশক্তি থেকে নাদ এবং আনন্দ শক্তি থেকে বিন্দুর প্রকাট্য বলা হয়েছে। ইচ্ছাশক্তি থেকে ম-কার প্রকট হয়েছে। জ্ঞানশক্তি থেকে পঞ্চম স্বর উ-কার উৎপন্ন হয়েছে এবং ক্রিয়াশক্তি থেকে অ-কারের উৎপত্তি হয়েছে।


👉এবার দেখে নেবো শ্রুতিতে ॐ কার বলতে কাকে বুঝিয়েছে—


🔴প্রযতঃ প্রণবো নিত্যং পরমং পুরুষোত্তমম্ | 

ওঙ্কারং পরমাত্মনং তন্মে মনঃ শিবসংকল্পমস্ত || ২০ || 

যো বৈ বেদাদিষু গায়ত্রী সর্বব্যাপীমহেশ্বরাৎ | 

তদ্বিরুক্তং তথাদ্বৈশ্যং তন্মে মনঃ শিবসংকল্পমস্তু ||২১||


[ঋগ্বেদ সংহিতা/খিলানি/চতুর্থ অধ্যায়/১১ নং খিলা]


👉 যিনি নিত্য, প্রণব, পরম, পুরুষোত্তম, সাক্ষাৎ ॐ কার এবং পরমাত্মা, যিনি সাক্ষাৎ সমগ্র বেদের গায়ত্রীস্বরূপ, যিনি সর্বব্যাপী মহেশ্বর বলে উক্ত হয়েছেন, সেই অদ্বিতীয় শিবের প্রতি মন সংকল্পিত হোক।।


এবং ব্যাস সংহিতার ১ম অধ্যায়ের ৪ নং শ্লোক মতে বেদের বচনই সর্ব্বোচ্চ। আর বেদ'ই বলছে যিনি সাক্ষাৎ ওঁকার তিনি পরমেশ্বর শিব। তাই স্মৃতি এবং শ্রুতি প্রমাণ অনুযায়ী পরমেশ্বর শিবই সাক্ষাৎ ॐ কার।


ॐ নমঃ শিবায় 

হর হর মহাদেব

ॐ সাম্বসদাশিবায় নমঃ 

ॐ দক্ষিণামূর্তয়ে নমঃ 

শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে 🚩


✍️অপপ্রচার দমন ও লেখনীতেঃ— অম্বিকানাথ শৈব।

🔶 ধন্যবাদ -শ্রী নন্দীনাথ শৈবচার্য জী, শ্রী শম্বরনাথ শৈবজী।


কপিরাইট ও প্রচারেঃ— আন্তর্জাতিক শিব শক্তি জ্ঞান তীর্থ (International Shiva Shakti Gyan Tirtha) 


বিঃদ্রঃ— লেখাটি কপি করলে সম্পূর্ণরূপে কপি করবেন, কোনো কাটছাঁট করা যাবে না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

পরমেশ্বর শিব বৈষ্ণব নন