শিব ভক্তি দ্বারা নিজ আত্মার উদ্ধার সম্ভব
তস্মাৎ লব্ধ্বাপ্যলব্ধ্বা বা বর্ণধর্মং ময়েরিতম্। আশ্রিত্য মম ভক্তশ্চেৎস্বাত্মনাত্মানমুদ্ধরেৎ ॥২৫॥ [তথ্যসূত্র - শিবমহাপুরাণ/বায়বীয় সংহিতা/উত্তরখণ্ড/দশম অধ্যায় ] ♦️ সরলার্থ - আমার (পরমেশ্বর শিবের) দ্বারা বলা বর্ণ ধর্মকে পেয়ে বা না পেয়েও যে আমার শরণ নিয়ে আমার ভক্ত হয়ে যায়, সে নিজেই নিজে আত্মার উদ্ধার করে নেয়, এটি কোটি কোটি গুণের অধিক অলব্ধ লাভ হয়। ॐ নমঃ শিবায় হর হর মহাদেব ॐ সাম্বসদাশিবায় নমঃ ॐ দক্ষিণামূর্তয়ে নমঃ শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে 🚩 সংগ্ৰহে ও লেখনীতে - অম্বিকানাথ শৈব দেবীজী 🚩 কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT