জাবুলিস্তানিদের উপাস্য শিব পর্বতের দেবতা জুন নামে পরিচিত হবার মাধ্যমে কাবুলে শৈবধর্মের ঐতিহাসিক প্রমাণ

 


নমঃ শিবায় ॥

বর্তমান সময়ের আফগানিস্তানে প্রাচীনকালে কাবুলের কাছাকাছি দক্ষিণে অবস্থিত জায়গাটির নাম ছিল জাবুলিস্তান। প্রাচীন সময়ে সেই স্থানের জাবুলিস  বাসিন্দারা জুন নামে এক দেবতার উপসনা করতেন । 

চীন দেশের লোকেরা সেই দেবতাকেই সুনা(Suna) নামে সম্বোধন করতেন। স্থানের তারতম্যের কারণে Z/জ শব্দটি S/স বলা হত, তাই Zuna কিছুটা পরিবর্তিত হয়ে Suna তে পরিনত হয়েছে। 

_______________________________________________


জুন (Zun) – যাকে জাবুলিস (Zabulis)-রা পর্বতের দেবতা বলতেন, চীনা (Chinese)-রা সম্মানের সহিত সুনা (Suna) বলতো। জুন (Zuna)-র সাথে আদিত্য তথা পরমেশ্বর শিবের সম্পর্ক যুক্ত রয়েছে।


_______________________________________________


জুবলিস্তানের পর্বতদেবতা জুন(Zun) হল সূর্য রূপধারী পরমেশ্বর শিব




🔥 সত্য উন্মোচনে — শ্রী নন্দীনাথ শৈব আচার্য জী 

© কপিরাইট ও প্রচারে — International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ