চিন দেশে শিবপরিবারের অঙ্কিত চিত্রের মাধ্যমে শৈব সনাতন ধর্মের প্রাচীনত্বের ঐতিহাসিক প্রমাণ
শৈব ইতিহাস ও ঐতিহ্য সংস্কৃতি
নমঃ শিবায় ॥
আমাদের পরমেশ্বর শিবের দ্বারা প্রকাশিত শৈব সনাতন ধর্ম শুধু ভারতেই নয়, বরং ভারতের বাইরে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিল, তার ঐতিহাসিক বহু প্রমাণ পাওয়া যায়।
চিন প্রদেশে শিবভক্ত শৈবদের আধিপত্য ছিল, তার কিছু প্রমাণ চিনে অবস্থিত কিছু স্থান থেকে তুলে ধরা হল এই প্রবন্ধটিতে ।
সংগ্রহে — শ্রী নন্দীনাথ শৈব আচার্য জী
চিনের জিংজিয়াং (Xingjiang) নামক স্থানের কিজিল গুহায় (Kizil Cave) প্রাচীন শৈব চিত্র অঙ্কিত রয়েছে যা প্রায় খ্রিষ্টীয় ৬ শতাব্দীর সময়কালের প্রাচীন চিত্রশিল্প (গুপ্ত যুগের প্রায় সমসাময়িক কালে)। কোন সাম্রাজ্যের ব্যক্তির দ্বারা এটি অঙ্কিত হয়েছিল তা অজানা ।
_______________________________________________
(১) পরমেশ্বর শিব ও মাতা পার্বতী -র চিত্র অঙ্কিত (আনুমানিক ৩০০-৭০০ অব্দ)
স্থান : চিনের জিংজিয়াং (Xingjian)-র কিজিল গুহায় (Kizil Cave)।
_______________________________________________
(২) বৃষভবাহন পরমেশ্বর শিব -এর চিত্র অঙ্কিত (আনুমানিক ৬০০ অব্দ)
স্থান : খোটান সময়কালে (Khotan period) চিনের জিংজিয়াং (Xingjian)
_______________________________________________
(৩) শিবের পুত্র কার্তিকেয়, তার স্ত্রী ষষ্ঠীদেবী
ও বারাহী দেবী -র চিত্র অঙ্কিত
(আনুমানিক ১ হাজার খ্রিষ্টাব্দ)
স্থান : চিনের খোটান (Khotan)-র, দন্দন ওইলিক (Dandan Oiliq)।
_______________________________________________
(৪) কাঠের উপর ভগবান গণেশের চিত্র অঙ্কন
(আনুমানিক ৬০০-৮০০ অব্দ)
স্থান : চিনের জিংজিয়াং (Xinjiang)
_______________________________________________
🔥 সিদ্ধান্ত — শৈব সনাতন ধর্ম সমগ্র বিশ্বে ছড়িয়ে রয়েছে, এই কারণেই বিশ্বের বিভিন্ন প্রান্তে পরমেশ্বর শিব ও তার পরিবারের অস্তিত্ব কখনো প্রতিমা আবার কখনো চিত্রসমূহের আকারে প্রমাণ পেয়ে থাকি । চিরকাল স্থান কাল পাত্র ভেদে এক পরমেশ্বর শিবেরই সমগ্র বিশ্বে আরাধনা হয়ে এসেছে । আধুনিক সনাতনীরা নিজেদের এই মহান ইতিহাসের সম্পর্কে জানেনা, তাদের জন্য এই তথ্যবহুল প্রবন্ধটি সহায়ক হিসেবে রইল ।
শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে 🚩
হর হর মহাদেব 🚩
© কপিরাইট ও প্রচারে — International Shiva Shakti Gyan Tirtha - ISSGT
_______________________________________________
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন