বোধের সঙ্গে শিবের সম্পর্ক
বুদ্ধি বিনা কথং বোধঃ সা বুদ্ধিঃ প্রকৃতেঃ প্রজা।
না চ তস্য তযা যোগ ইতি চেদপরস্থিতৌ ॥২৬॥
সা বুদ্ধির্যৎ পুনঃ সূক্ষ্মং সর্বদিক্কং ব্যবস্থিতম্।
জ্ঞানং বোধমযং তস্য শিবস্য সহজং সদা ॥২৭॥
সরলার্থ -
যদি কেউ জিজ্ঞাসা করেন যে, বোধ তো বুদ্ধি ছাড়া হয় না আর সেই বুদ্ধি প্রকৃতি থেকে উৎপন্ন হয় এইজন্য সেটি জড় হয় তাহলে সেই জড় বুদ্ধির সঙ্গে শিবের সম্পর্ক কিভাবে হতে পারে? তাহলে উত্তর হলো, অপরাবস্থায় যখন অভেদের জ্ঞান থাকেনা তখন সেটি প্রমাতার জন্য বুদ্ধি হয় কিন্তু যখন পূর্ণ পরাবস্থার প্রাপ্তি হতে থাকে, বেদ্যবেত্তৃ ভাব সমাপ্ত হয়ে যায় , সূক্ষ্মাবস্থা চলে আসে তখন অভেদ হওয়ায় সেই সার্বদেশিক সার্বকালিক অখণ্ড বোধময় জ্ঞান হয়ে যায়। এটিই হলো শিবের সহজস্বরূপ।
🔹(তথ্যসূত্র — রাধেশ্যাম চতুর্বেদী জী কর্তৃক অনূদিত - আচার্য সোমানন্দপাদ কর্তৃক রচিত ‘শিবদৃষ্টি’/প্রথম আহ্নিক)
সংগ্ৰহে ও লেখনীতে - নমিতা রায় দেবীজী
🚩কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন