গোপেশ্বর শিব নিয়ে বৈষ্ণবদের অপপ্রচারের ভণ্ডামীর হাড়ি গেল ভাঙ্গা



নমঃ শিবায় ॥

বর্তমানে কলিযুগে পরমেশ্বর শিবের "গোপেশ্বর" স্বরূপ নিয়ে অনেক অপপ্রচার করেন বৈষ্ণবেরা। 

             বিশ্বে একমাত্র বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব মন্দির রয়েছে। পরমশৈব শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাথ শাণ্ডিল্য ঋষি সহযোগে বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব মন্দিরের পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করে। যেখানে ভগবান শিবকে গোপী রূপে পূজা করা হয়। 


 এই গোপেশ্বর মন্দির তৈরি হবার ঘটনা  বলতে গিয়ে বৈষ্ণবেরা সমস্ত সনাতনী দের কাছে যে চরম মিথ্যা কথা বলে অপপ্রচার করে সকলকে বিভ্রান্ত করে চলেছে সেটি প্রথমে উল্লেখ করা হচ্ছে।

 কলির চর বৈষ্ণব দের অপদাবী হল ,

 শারদ পূর্ণিমার রাতে পরম শৈব শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা রানী গোপীদের সাথে রাস লীলা করার সময় ভগবান শিব রাস লীলার আনন্দ উপভোগ করার জন্য এর অংশীদার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেখানে ভগবান শিবকে যেতে বারণ করায় তিনি পবিত্র যমুনায় ডুব দিয়েছিলেন এবং একটি সুন্দরী গোপী রূপে আবির্ভূত হয়ে রাসমন্ডলে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে পরমশৈব শ্রীকৃষ্ণ মহাদেবের ছদ্মবেশ রূপের সম্বন্ধে জানতে পেরে তিনি মহাদেবের গোপেশ্বর নাম রাখেন।


🔥 গোপেশ্বর কেন বিখ্যাত সেই আসল সত্যটি জেনে নেওয়া যাক 👇🏻


🔴ঈশ্বর উবাচ—

ততো গচ্ছেন্মহাদেবি গোপীশ্বরমনুত্তমম্ । 

বলাতিবলদৈত্যস্থ্যং উত্তরে ধনুষাংত্রয়ে ॥ ১

সংস্থিতং পাপশমনং গোপীতিঃ সম্প্রতিষ্ঠিতম্ ।

সমারাধ্য মহাদেবৎ পুত্রহেতোৰ্মহেশ্বরম্ ।

সর্ব্বকামপ্রদং নৃণাং পুজিতং সন্ততিপ্রদম্ ॥ ২

চৈত্রশুক্লতৃতীয়ায়াং যস্তং পূজয়তে নরঃ । 

গন্ধপুষ্পোপহারৈশ্চ স প্রাপ্নোতীপ্সিতং ফলম্ ॥ ৩ 

এবং সঙ্ক্ষেপতঃ প্রোক্তং মাহাত্ম্যং পাপনাশনম্ । 

গোপীশ্বরস্য দেবস্য প্রভাসক্ষেত্রবাসিনঃ ॥ ৪

ইতি শ্রীস্কান্দে গোপীশ্বরমাহাত্ম্যবর্ণনং নাম বিংশত্যধিকশতমোহধ্যায়ঃ ॥ ১২০॥

[স্কন্দমহাপুরাণ/প্রভাসখণ্ড/ক্ষেত্রমাহাত্ম্য/অধ্যায় ১২০]


✅ অর্থ — ঈশ্বর বললেন,

হে মহাদেবী! অনন্তর বলাতিবলদৈত্যনাশিনী দেবীর উত্তরদিকে তিন ধনু দূরে অবস্থিত গোপীজন দ্বারা প্রতিষ্ঠিত পাপহর গোপীশ্বর সমীপে গমন করিবে। এই সর্বকামপ্রদ মহেশ্বর মহাদেবকে গোপীগণ পুত্রলাভেরৎজন্য আরাধনা করেছিলেন। নরগণ এনাকে অর্চ্চনা করে সন্ততি লাভ করে। চৈত্রমাসের শুক্লতৃতীয়ায় যে নর গন্ধপুষ্পাদি উপহার দ্বারা ইহার পূজা করে, সে অভীষ্ট ফললাভ করিয়া থাকে। এই আমি প্রভাসক্ষেত্রবাসী গোপীশ্বর দেবের পাপঘ্ন মাহাত্ম্য সংক্ষেপিত কীর্তন করিলাম ॥ ১-৪


অর্থাৎ, যারা গরু চারণ করেন তাদের বলা হয় ‘গোপ এবং গোপ কন্যাদের বলা হয় ‘গোপী। 

গোপ বা গোপীদের ঈশ্বরকে বলা হয় "গোপেশ্বর" বা "গোপীশ্বর"। পরমেশ্বর শিবের কাছে পুত্র কামনায় গোপ তথা গোপীরা গোপেশ্বরের আরাধনা করেন।


  কিন্তু বর্তমানে সমাজ এই সত্য সম্পর্কে অবগত না থাকার ফলে এই অজ্ঞতার সুযোগ নিয়ে শাস্ত্রজ্ঞানহীন সাধারণ সনাতনীদেরকে ভুলভাল বুঝিয়ে বৈষ্ণবেরা অপপ্রচার করে পরমেশ্বর শিবকে গোপী রূপে সাজিয়ে প্রকৃত ঘটনাকে ধামাচাপা দিয়ে চলেছে। আর জ্ঞানহীন সাধারণ কিছী সনাতনীরা এগুলিকেই অন্ধের মতো বিশ্বাস করে সত্য বলে মেনে নিয়ে শিবকে গোপী ভেবে আরাধনা করে চলেছে। যা শাস্ত্রসম্মত নয় । 

শাস্ত্রের বহির্ভূত যে কোনো কাল্পনিক গল্প কখনোই মান্য হবে না । গোপেশ্বর বলতে গোপগোপীদের ঈশ্বর প্রভু শিবকেই বোঝায়। 

গোপেশ্বর শিবের উপর আরোপিত তথাকথিত বৈষ্ণবদের  কাল্পনিক গল্পের মিথ্যাচার ও অপপ্রচারের খণ্ডন করা হলো।


ॐ নমঃ শিবায় 

ॐ সাম্বসদাশিবায় নমঃ 

ॐ দক্ষিণামূর্তয়ে নমঃ 

শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে 🚩

হর হর মহাদেব 🚩 

✍️অপপ্রচার দমনে ও লেখনীতে — শ্রীমতি অম্বিকানাথ শৈব।

🔶 কৃতজ্ঞতা জানাই - শ্রী নন্দীনাথ শৈবচার্য জী, শ্রী শম্বরনাথ শৈবজী কে ।


কপিরাইট ও প্রচারে — আন্তর্জাতিক শিব শক্তি জ্ঞান তীর্থ (International Shiva Shakti Gyan Tirtha) 


বিঃদ্রঃ— লেখাটি কপি করলে সম্পূর্ণরূপে কপি করবেন, কোনো কাটছাঁট করা যাবে না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমবার ব্রত বিধি ও মাহাত্ম্য (শৈবপুরাণোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ১ (মূলপূজা)

বৃহৎ শিবার্চন বিধি পুস্তক (শৈব আগমোক্ত)

শিবরাত্রির ব্রত বিধি ২ (প্রহরপূজা)

পরমেশ্বর শিব বৈষ্ণব নন